মেডিকেলে চান্স পাওয়া সুমিকে ফেনী উপজেলা চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
মেডিকেল কলেজে চান্স পেলেও পড়তে পারা নিয়ে শঙ্কায় আছে দরিদ্র পান বিক্রেতার মেয়ে সুমি রায়। মেধাবী সুমির ভবিষ্যৎ অনিশ্চয়তার বিষয়টি জানতে পেরে শনিবার (৯ এপ্রিল) বিকালে বাড়ি গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও আর্থিক সহযোগিতা করেন ফেনী সদর উপজেলা চেয়ারাম্যান শুসেন চন্দ্র শীল।
এ সময় উপজেলার জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, উপজেলা যুবলীগ নেতা আশীষ দত্ত, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ, জায়লস্কর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই মজুমদার, নন্দ লাল রায়, ব্যাংকার তাপস মজুমদার, মজুমদার ফাউন্ডেশন নির্বাহী পরিচালক নয়ন মজুমদার, স্থানীয় ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি তুষার মজুমদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জয়রাধে সেবাশ্রম মন্দিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, মজুমদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নয়ন মজুমদার।
উল্লেখ্য, ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব হীরাপুর গ্রামের পরিমল রায় ও শিখা রানী রায়ের একমাত্র মেয়ে সুমি রায়। সে এবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। এ নিয়ে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি অর্থাভাবে সুমির মেডিকেলে ভর্তি নিয়ে অনিশ্চিয়তাও দেখা দিয়েছে।
এমএসপি