ফেনী পৌরসভার ১৮ ওয়ার্ডে যুবলীগের কমিটি ঘোষণা
ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) রাতে পৌর সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞা ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন বাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে জোরদার করতে সম্মেলনের মাধ্যমে তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক চৌধুরীকে সভাপতি, আমজাদ হোসেন সাগরকে সাধারণ সম্পাদক, ২ নম্বর ওয়ার্ডে অর্জুন নাথকে সভাপতি, শুকদেব চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ডে মো. ফারুককে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক, ৪ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম মাসুমকে সভাপতি, ইকবাল হোসেন মিষ্টারকে সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ডে জাফর আহামেদকে সভাপতি, গাজী মনোয়ার হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ডে ফারুক আহমেদকে সভাপতি, রফিকুল ইসলাম ভূঁইয়া রুহেলকে সাধারণ সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলামকে সভাপতি, শাহাদাত হোসেন সাখাওয়াতকে সাধারণ সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ডকে আবদুল আজিজ তালুকদার সভাপতি, মোহাম্মদ নুর নবী সবুজকে সাধারণ সম্পাদক, ৯ নম্বর ওয়ার্ডকে জয়নাল আবদীন সভাপতি, নবাব শরীফকে সাধারণ সম্পাদক, ১০ নম্বর ওয়ার্ডে মো. সুজন মির্জাকে সভাপতি, আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক, ১১ নম্বর ওয়ার্ডে পারভেজ হোসাইন রিপনকে সভাপতি, মোহাম্মদ উল্লাহ সুফলকে সাধারণ সম্পাদক, ১২ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম মাসুমকে সভাপতি, আকবর হোসেন ভূঞা রিপনকে সাধারণ সম্পাদক, ১৩ নম্বর ওয়ার্ডে জাহিদ হোসেনকে সভাপতি, একরামুল হক পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, ১৪ নম্বর ওয়ার্ডে সাহাদাত হোসেন রুবেলকে সভাপতি, নজরুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক, ১৫ নম্বর ওয়ার্ডে ছালেহ আহম্মদ সজিবকে সভাপতি, দেলোয়ার হোসেন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, ১৬ নম্বর ওয়ার্ডে সামাউন নুরকে সভাপতি, মিনহাজুল ইসলামকে সাধারণ সম্পাদক, ১৭ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম সোহেলকে সভাপতি, খন্দকার মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক, ১৮ নম্বর ওয়ার্ডে ইমাম হোসেন মজুমদার ইমনকে সভাপতি ও নুর মোহাম্মদ ফামেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ব্যাপারে পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ভূঞা জানান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন ও দীর্ঘদিনের পরীক্ষিতদের প্রাধান্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। উল্লেখিত আংশিক কমিটিকে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
এসআইএইচ