পেনশনের টাকা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগ
পেনশনের টাকা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরায় পরিকল্পিতভাবে আম্বিয়া খাতুন (৭০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ এপ্রিল) দিবাগত রাতে কালিগঞ্জ উপজেলার ছনকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আম্বিয়া খাতুন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, 'আম্বিয়া খাতুনের স্বামী আনছার আলী সরকারি চাকরিজীবী ছিলেন। স্বামীর মৃত্যুর পর পেনশনের টাকা ও জমি-জমার একটি বড় অংশ আম্বিয়া খাতুনের নামে চলে যায়। তবে আম্বিয়া খাতুনের নামের ওই সম্পদ নিয়ে তার বড় ছেলে আইরিছুজ্জামান, ছোট ছেলে শরিফুজ্জামানসহ ৪ মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার (৯ এপ্রিল) ভোরে আম্বিয়া খাতুনকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান তারা।'
এসময় তারা দাবি করেন, 'জমি ও পেনশনের টাকা সংক্রান্ত ঘটনার জের ধরে আম্বিয়া খাতুনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।'
এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, 'ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।'
টিটি/