নেত্রকোনায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন
বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আর ঘাতক দালালদের অপ-তৎপরতা বন্ধের লক্ষ্যে নেত্রকোনায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় নেতাদের উপস্থিতিতে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোনা জেলা শাখা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।
সাবেক জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে অধ্যক্ষ মোহাম্মদ তাজিম উদ্দিন ফকির ও সাংবাদিক হানিফ উল্লাহ আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ মুনীর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল মুনসুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল মতিন খান, সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী খান পন্নী, জেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক ওমর ফারুক, সাবেক যুবলীগ নেতা এস বি খান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে উপস্থিত লোকজনের মতামতের ভিত্তিতে প্রধান অতিথি কাজী মুকুল জেলা কৃষকলীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকারকে আহ্বায়ক ও নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নিমূর্ল কমিটি ঘোষণা করেন।
টিটি/