ঢাকাপ্রকাশ-এ সংবাদ প্রকাশের পর মেডিকেলে চান্স পাওয়া মারুফার পাশে র্যাব
ঢাকাপ্রকাশ-এ সংবাদ প্রকাশের পর জেলেপল্লীর সেই মেধাবী ছাত্রী মারুফার পাশে দাঁড়িয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) সাতক্ষীরা।
শুক্রবার (৮ এপ্রিল) বিকালে তালা উপজেলার জেয়ালা নলতায় তার গ্রামে র্যাব সাতক্ষীরার একটি টিম হাজির হয়ে মারুফার হাতে উপবৃত্তির নগদ ৩০ হাজার টাকা তুলে দেয়।
উপবৃত্তির এ অর্থ দেওয়ার সময় র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইশতিয়াক, সিনিয়র ডিএডি এসএম জিলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু, গাজী ফরহাদ, বিএম বাবলুর রহমান, পার্থ মণ্ডল, জহর হাসান সাগরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চিকিৎসক হওয়ার স্বপ্ন কি অধরাই থেকে যাবে জেলেপল্লীর মেয়ে মারুফার?
এর আগে শুক্রবার (৮ এপ্রিল) 'চিকিৎসক হওয়ার স্বপ্ন কি অধরাই থেকে যাবে জেলেপল্লীর মেয়ে মারুফার?' শিরোনামে ঢাকাপ্রকাশ-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই নগদ অর্থ নিয়ে মারুফার পাশে দাঁড়ায় র্যাব-৬।
এ ব্যাপারে মেডিকেলে চান্স পাওয়া মেধাবী ছাত্রী মারুফা বলেন, 'পরিবারে আর্থিক অনটন থাকার পরও নিজের ইচ্ছাশক্তি ও সকলের দোয়ায় আমি এ পর্যায়ে পৌঁছতে পেরেছি। আমাকে পড়াতে গিয়ে বাবাকে গরু বিক্রি করতে হয়েছে। কিন্তু মেডিকেলে চান্স পেয়েও ভর্তির টাকা ম্যানেজ করা আমার পরিবারের জন্য কষ্টকর হয়ে উঠেছিল। এ সময় ঢাকাপ্রকাশসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাতক্ষীরার র্যাব-৬ ভর্তির টাকা দিয়েছে।
মারুফা আরও বলেন, 'তিন বোনের মধ্যে আমি বড়। এক বোন ক্লাস ফোরে পড়ে, আরেক বোন এখনও স্কুলে যাওয়া শুরু করিনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করতে পারি।'
এ বিষয়ে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ইশতিয়াক বলেন, 'র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শুধুমাত্র আইনশৃঙ্খলা উন্নতি কাজেই জড়িত না। র্যাব অসহায় ও অসচ্ছল মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। এমন অসহায়ত্বের খবর পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।'
প্রসঙ্গত, সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের নিকারীপাড়ার (জেলেপল্লীর) মো. আজিত বিশ্বাস ও গৃহিনী তাছলিমা বেগম দম্পতির তিন কন্যার মধ্যে বড় কন্যা মারুফা। মারুফা শিক্ষাজীবনে এজেএইচ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে ভর্তি হন তালা মহিলা কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হন তিনি।
এরপর অদম্য মারুফা এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ টেস্ট স্কোর পেয়ে ৩৫৩৪ মেরিট পজিশনে সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পান। কিন্তু মেধাবী মারুফা খাতুন মেডেকেলে চান্স পেলেও অর্থের অভাবে তার ভর্তি নিয়ে তৈরি হয় গভীর অনিশ্চয়তা। এ অবস্থায় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপ্রকাশ-এ 'চিকিৎসক হওয়ার স্বপ্ন কি অধরাই থেকে যাবে জেলেপল্লীর মেয়ে মারুফার?' শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন প্রকাশের পর মেধাবী এ শিক্ষার্থী পাশে দাঁড়ায় র্যাব-৬ সাতক্ষীরা।
এমএসপি