বান্দরবানে হাসপাতালের শৌচাগারে ডায়রিয়া রোগীর আত্মহত্যা
বান্দরবান হাসপাতালের টয়লেটে গলায় ফাঁস দিয়ে বিউটি দাশ (৩৫) নামে এক ডায়রিয়া রোগী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিউটি দাশ বান্দরবান সদরের কালাঘাটা এলাকার লিয়াকত আলী পাড়ার চন্দন দাশের স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ডায়রিয়াজনিত কারণে বিউটি দাশ বান্দরবান হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরের দিকে তিনি হাসপাতালের টয়লেটে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বেডে ফেরত না আসায় তার বড় ছেলে মাকে টয়লেটে খুঁজতে যায়। সেখানে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করে বিউটির ছেলে। তার চিৎকারে হাসপাতালের চিকিৎসকসহ অন্যরা ছুটে আসে। পরে বান্দরবান সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. জিয়াউল হায়দার জানান, বিউটি দাশ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। দুপুরে জানতে পারি, সে হাসপাতালের টয়লেটে গিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কানন চৌধুরী জানান, হাসপাতালের টয়লেট থেকে বিউটি দাশ নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসপি