রংপুরে বদরগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা
রংপুরের বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাদেজ আলী খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রংপুরে সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ।
মামলায় কলেজের ফান্ড থেকে ৫১ লাখ ২৭ হাজার ২৩৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে।
মামলার এজাহারে বলা হয়, অধ্যক্ষ মাজেদ আলী খান প্রতারণা ও জালিয়াতি করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলা বিভাগে মমিনুল ইসলাম খান, শফিকুল ইসলাম এবং মমিনুল হককে নিয়োগ দিয়েছেন। তিনি কলেজ ফান্ডের ৫১ লাখ ২৭ হাজার ২৩৯ টাকা আত্মসাত করেছেন। যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।
রংপুর দুদক কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে কলেজ ফান্ডের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত ও অবৈধভাবে নিয়োগ দেওয়াসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। সব অভিযোগ খতিয়ে দেখার পর দুদক আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এমএসপি