গোবিন্দগঞ্জে বিস্কুট ফ্যাক্টরি সিলগালা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেবা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিককে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বেসাইন গ্রামে সেবা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
দুপুরে সেবা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালান গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে ফ্যাক্টরির মালিক শ্রী সঞ্জয় চন্দ্র মোদককে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হওয়ায় অভিযুক্ত শ্রী সঞ্জয় চন্দ্র মোদককে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ভোক্তা অধিকারবিরোধী কাজের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ২৭(১) ধারা অনুযায়ী ফ্যাক্টরি সিলগালা করে সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।
এসএন