সোনাগাজীর সৌরবিদ্যুৎ প্রকল্প
আবার কাজ শুরু হলেও ভয়ে আসছেন না শ্রমিকরা
ফেনীর সোনাগাজীর আদর্শগ্রামে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলায় কাজ বন্ধ রাখার পর নির্মাণকাজ চালু করা হয়েছে। তবে পুনরায় হামলার ভয়ে এখনও সব শ্রমিক আসছেন না।
এমন তথ্য জানিয়েছেন প্রকল্পের জন্য ডরমিটরি ভবন নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী ইঞ্জিনিয়ার আকরাম হোসেন।
এদিকে প্রকল্প এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ দাইয়্যান।
সরেজমিনে জানা গেছে, প্রায় ৭৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটির কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য দুটি ডরমিটরি ভবন নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান জিওটেক ইঞ্জিনিয়ারিং। ভবন দুটির নির্মাণকাজ শুরুর পর ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিনের মোবাইলে অজ্ঞাত ব্যক্তিরা কল করে তাদের কাছ থেকে উচ্চমূল্যে মালামাল কেনার প্রস্তাব করেন। এতে রাজি না হলে হামলা ও প্রাণনাশের হুমকি দেন।
এ ছাড়া প্রকল্প এলাকায় গিয়ে শ্রমিকদেরও ভয়ভীতি দেখায় চক্রটি। সর্বশেষ ২৫ মার্চ একদল সন্ত্রাসী সেখানে হামলা চালালে শ্রমিক মো. আতিকুল ইসলাম, একরামুল ইসলাম, বিল্লাল হোসেন, একরামুল হোসেন, আলি আজগর আহত হন। এরপর নির্মাণ শ্রমিকেরা কাজ করতে অনীহা প্রকাশ করলে বন্ধ রাখা হয় ভবন নির্মাণকাজ। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রমিকদের নিরাপত্তা চেয়ে ২৮ মার্চ থানায় লিখিত অভিযোগ করা হয়। লিখিত অভিযোগের পর সোনাগাজী মডেল থানা পুলিশের পক্ষ থেকে প্রকল্প এলাকার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ওসি খালেদ দাইয়্যান।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির সহকারী ইঞ্জিনিয়ার আকরাম হোসেন বলেন, এখন তেমন একটা সমস্যা নেই। পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। শ্রমিকেরা কাজে ফিরছেন। তবে আবার হামলার ভয়ে পর্যাপ্ত শ্রমিক কাজে আসছেন না। আগামী দুয়েক দিনের মধ্যে শ্রমিকেরা কাজে ফিরবেন বলে আশা করছি।
সোনাগাজী থানার ওসি খালেদ দাইয়্যান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রকল্প এলাকার নিরাপত্তা স্বার্থে পুলিশি টহল বাড়ানো হয়েছে। শ্রমিকেরাও কাজে ফিরছেন।
এসএন