নওগাঁয় উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ
নওগাঁয় উচ্চাঙ্গ নৃত্য বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মধ্য সনদপত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁর বিশিষ্ট নৃত্য প্রতিষ্ঠান নৃত্যাঞ্জলী একাডেমী সপ্তাহব্যাপী এই উচ্চাঙ্গনৃত্য বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। ওপার বাংলার কলকাতা শহরের নৃত্য শিল্পী দি ওয়ার্ল্ড রেকর্ড অব ‘ম্যাক্সিমাম ক্লাসিক্যাল ডান্স অ্যাওয়ার্ডস’ প্রাপ্ত সুমি সেন কুণ্ড এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। নওগাঁ’র মোট ৩৫ জন নৃত্যশিল্পী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করে।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন। প্রেসক্লাবের সহ-সভাপতি এ এস এম রাইহান আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্য প্রশিক্ষক সুমি সেন কুণ্ড, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন, কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. নবির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম তরফদার বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্য প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, কার্যনির্বাহী সদস্য আসাদুর রহমান জয় এবং মামুনুর রশিদ বাবু উপস্থিত ছিলেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য সনদপত্র বিতরন করা হয়।
এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে নৃত্য প্রশিক্ষক সুমি সেন কুণ্ড’কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।