মোংলায় যুবলীগ নেতা খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫
মোংলার বকুলতলা এলাকায় যুবলীগ নেতাকে খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতাকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে এ মামলা দায়ের করেন নিহত যুবলীগ নেতার বড় ভাই কাদের সরদার। এর পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৫ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই এলাকার একটি বিবাদমান চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে হামলা চালান প্রতিপক্ষ স্থানীয় ইউপি মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ শেখ গং। এতে যুবলীগ নেতা মোতাহার সরদার নিহত হন।
মামলার বাদী ও পুলিশ জানায়, মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ গং বকুলতলা এলাকার যুবলীগ নেতা মোতাহার সরদারদের চিংড়ি দখল নিতে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা মোতাহারসহ তার সঙ্গে থাকা আরো ছয়জনকে কুপিয়ে জখম করেন। আহত ৭ জনের মধ্যে মোতাহার ঘটনার রাতেই মারা যান। এ হত্যাকাণ্ডের দুই দিন পর খুন হওয়া মোতাহারের বড় ভাই কাদের সরদার বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইউপি মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ শেখকে প্রধান আসামি করা হয়েছে। এতে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০/১৫জনকে আসামি করা হয়েছে।
এদিকে এ মামলার পর একইদিন সকালেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। আসামিরা হলেন- হালিম শেখ, হোসেন হাওলাদার, আসমাউল শেখ, রুবেল হাওলাদার ও সরোয়ার শেখ।
এ ব্যাপারে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বকুলতলায় খুনের ঘটনায় ইউপি মেম্বর আব্দুল্লাহকে প্রধান আসামি করে ২১ জনের নামসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এ মামলার পাঁচজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এসআইএইচ