পরিবারের সঙ্গে অভিমান করে রাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্সি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী। তার নাম হাসানুল বান্নাহ (১৮)। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধায় থানায়।
বুধবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিনোদপুর মন্ডলের মোড়ে আব্দুর রহিম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা বেধে আত্মহত্যার চেষ্টা করে হাসানুল বান্নাহ। পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেকে) ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানান চিকিৎসকরা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাবি ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, পরিবারের সঙ্গে রাগারাগি করে এমন ঘৃণ্য পথ বেছে নিয়েছেন বান্নাহ। তিনি এখনও কথা বলতে পারছে না। চিকিৎসকরা ৭২ ঘণ্টা সময় দিয়েছেন তারপর বলা যাবে কি হয়।
এসআইএইচ