শেরপুরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষে সংঘর্ষ, আহত ১৫
শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে এলাকাবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে ডোবারচর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, একটি সমিতির ঘটনাকে কেন্দ্র করে গত ৩ এপ্রিল সদর উপজেলার ডোবারচর বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী আক্রাম হোসেন লেবু ও চাঁন মিয়া মেম্বারের সঙ্গে একই গ্রামের পন্ডিত বাড়ি এলাকার মহির উদ্দিনের ছেলে আ. রাজ্জাক (৪০), আসাদ (৩৫) ও হাবিবের (২৫) বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বুধবার (৬ এপ্রিল) সকালে আ. রাজ্জাক, আসাদ, হাবিবসহ শতাধিক এলাকাবাসী লাঠিশোটা ও ধারালো অস্ত্র নিয়ে মো. চাঁন মিয়া এবং আক্রাম হোসেন লেবুর রড সিমেন্টর দোকান ও তার ভাস্তে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনের কীটনাশক সারের দোকানে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এক পর্যায়ে আক্রাম হোসেনের দোকান ভাঙচুর ও মোবারক হোসেনের দোকানে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ডোবারচর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সেইসঙ্গে আশরাফ চৌকিদারের ছেলে উত্তাল মিয়া (৫০), মৃত মকবুল মিয়ার ছেলে আ. মমিন (৭০), যদু মিয়ার ছেলে জাহাঙ্গীর (২০), শাবিজলের ছেলে আ. রাজ্জাক (১৯), আ. মালেকের ছেলে ইমান আলী (২৭), মজনু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৮) ও তার বড় ভাই শাবিজল (৪০) আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পৌঁছায়। এ সময় উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
এদিকে দোকান ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে কামারেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব বলেন, উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও আহতের ঘটনা ঘটেছে। তবে কোনও দোকানপাট ভাঙচুর করা হয়নি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআইএইচ