জাতীয় পার্টির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত
ময়মনসিংহে উত্তেজনা ছড়ানো বেগম রওশন ও জিএম কাদেরের শনিবারের পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দরা। তবে কিছুদিনের মধ্যেই স্থগিত সম্মেলন পুনরায় অনুষ্টিত হবে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা নগরীর টাউন ময়দানে বেগম রওশন এরশাদপন্থী গ্রুপের কর্মী সমাবেশ এবং রেলওয়ে চত্বরে জিএম কাদেরপন্থী গ্রুপের দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। মঞ্চ তৈরির কাজও প্রায় সম্পন্ন হয়েছিল। দুই গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলনকে ঘিরে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার দুপুরে দুই গ্রুপের শীর্ষনেতারা কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বেগম রওশন এরশাদপন্থী ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম বলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে না পারায় কর্মী সমাবেশ স্থগিত করা হয়েছে। মা মাটি ও মানুষের নেতা রওশন এরশাদ ছাড়া ময়মনসিংহে জাতীয় পার্টির কোন অনুষ্ঠান হতে পারে না।
তাই কাদেরপন্থী নেতাদের যে দ্বি-বার্ষিক সম্মেলন ছিল সেটিও শুনেছি স্থগিত হয়েছে। কর্মীসমাবেশকে ঘিরে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। টাউন হল মাঠে আমাদের সকল প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল। কয়েকদিনের মধ্যে স্থগিত কর্মসুচি পুনরায় অনুষ্ঠিত হবে।
জিএম কাদেরপন্থী ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আহম্মেদ বলেন, অনিবার্য কারণবশত জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে কেন্দ্রের নির্দেশে। আমরা মূল ধারার রাজনীতির সাথে জড়িত। তাই সম্মেলনে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। মঞ্চ তৈরির পাশাপাশি পুরো জেলায় মাইকিংও করা হয়েছিল। যাই হোক পরবর্তী সম্মেলনের জন্যও আমরা প্রস্তুত রয়েছি। মাঠের খেলা মাঠেই হবে।
জানা যায়, ২০১৮ সালের ২৯ জুলাই দ্বিতীয়বারের মতো জেলা জাপার সভাপতির দায়িত্ব নেন বেগম রওশন এরশাদ। এ ছাড়া তিনি ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি। অন্যদিকে ওই কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের এমপি ফখরুল ইমাম।
দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু এবং তার স্ত্রী ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য রওশন এরশাদের অসুস্থতার কারণে জিএম কাদের দলের চেয়ারম্যান হওয়ায় জাতীয় পার্টির উচ্চ পর্যায়ে বিভেদ সৃষ্টি হয়। এর প্রভাব পড়েছে ময়মনসিংহ জাতীয় পার্টিতেও। এজন্যই রওশন এরশাদ এবং জিএম কাদের দুই পক্ষের নেতাকর্মীরা আলাদাভাবে কর্মসূচি পালনের উদ্যোগ নেয়।
এএজেড