কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের যাবজ্জীবন
কুষ্টিয়ার কুমারখালী ও সদর থানায় দায়ের করা আলাদা দুই হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তার দুই ভাই ছেলেসহ মোট ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে অর্থ জরিমানা করা হয় জরিমানা অনাদায়ে তাদেরকে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম এবং জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ মো. আশরাফুল ইসলাম পৃথক দুটি আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ১০ জন আসামির মধ্যে আক্তারুজ্জামান বিশ্বাস, মাহামুদুল হাসান, বাবুল বিশ্বাসসহ ৬জন আদালতে উপস্থিত থাকলেও বাঁকি আসামিরা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার সদর উপজেলার দহকুলা গ্রামে ২০১৬ সালের ২৮ এপ্রিল সকালে পূর্ব শত্রুার জেরে দহকুলা গ্রামের সোহরাব উদ্দিন মোল্লার ছেলে মোল্লা মাসুদ করিম লাল্টুকে কুপিয়ে হত্যা করে আসামিরা। নিহতের ভাই মাহবুবুল করিম মোল্লা আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ৪ জানুয়ারি আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
অপর দিকে ২০১১ সালের ৩১ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালী এলাকার চরসাদীপুর ইউনিয়নের গোবিন্দ চরের পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা রাজবাড়ী জেলার তেতুলিয়া এলাকার হাশেম শেখের ছেলে মিঠু শেখকে (২৪) কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাস্থল থেকে জবাইকরা মরদেহ উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ।
এ ঘটনার পর দিন ১ নভেম্বর কুমারখালী থানা পুলিশের এসআই লিয়াকত আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ২০১৪ সালে ৩১ অক্টোবর ৩০২/৩৪ ধারায় ৪ জনকে অভিযুক্ত করে কুমারখালী থানা পুলিশের পুলিশ পরিদর্শক সিকদার আলী আক্কাস। আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
এএজেড