ইউপি নির্বাচন
ময়মনসিংহের ১১ ইউপিতে ভোট গ্রহণ শুরু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের সপ্তম ধাপের নির্বাচন শুরু হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ঈশ্বরগঞ্জে চেয়ারম্যান পদে ৮১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৬ ও সাধারণ সদস্য পদে ৪২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলার ১১ ইউপিতে ২ লাখ ৬৯ হাজার ৬৮১ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৬০ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬২০ জন। তা ছাড়া এখানে তৃতীয় লিঙ্গের একজন ভোটারও রয়েছেন।
ঈশ্বরগঞ্জে ১২৩টি ভোটকেন্দ্রে ৭৪৮টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ৭৩৬টি এবং অস্থায়ী ভোটকক্ষ রয়েছে ১২টি।
ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ বিশেষ টিম মাঠে তৎপর রয়েছেন।
এসএন