পাচারের উদ্দেশে আনা ১৬ সুন্ধি কাছিম কুমিল্লায় উদ্ধার
বাসে করে পাচারের সময় কুমিল্লা থেকে ১৬ টি সুন্ধি কাছিম উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বুধবার (২৬ এপ্রিল) রাতে কুমিল্লার সদর উপজেলার কৃষ্ণনগর জাগুরজুলি বিশ্বরোড এলাকা থেকে দেশীয় প্রজাতির এসব কাছিম উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে কাছিমগুলো কুমিল্লা গোমতী নদীতে অবমুক্ত করা হয়।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিলুপ্ত জলজ প্রাণী রক্ষায় এবং অবৈধভাবে পাচারকৃত জলজ প্রাণী উদ্ধারে সার্বক্ষণিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এসব চক্রকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ২৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুমিল্লা সদর উপজেলার কৃষ্ণনগর- জাগুরজুলি বিশ্বরোডস্থ 'কুমিল্লা হাইওয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্ট'এ পার্কিংয়ে পার্ক করা অবস্থায় চট্টগ্রাম থেকে গোপালগঞ্জগামী জি.এস ট্রাভেলস-এ অভিযান চালানো হয়। এসময় গাড়ির সামনের বক্স হতে একটি প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত বিভিন্ন প্রজাতির ছোট বড় মোট ১৬টি সুন্ধি কাছিম উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে গাড়ির সুপার ভাইজারকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, বস্তাটি ফেনী থেকে একজন ব্যক্তি গোপালগঞ্জ নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলে দেয়।
রাজেশ বড়ুয়া জানান, উদ্ধারকৃত কাছিমগুলো অবমুক্ত করার জন্য বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়। পরে তারা সেগুলো গোমতী নদীতে অবমুক্ত করেন।
/এএস