বাগেরহাটে গুলিতে সেচ্ছাসেবক দলের নেতা নিহত
বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে জেলা ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ওরফে তানু ভূঁইয়া (৩২) নিহত হয়েছেন।
শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাবাটি বগা ক্লিনিকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তানু ভূঁইয়া শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর বর ভূঁইয়ার ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান বিশেষ শাখার পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে বাসাবাটি এলাকার টুটুল শেখের ছেলে ফরিদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক তানু ভুঁইয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতাল নিলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। পূর্ব শত্রুতার জেরে ফরিদ তাকে গুলি করেছে। বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিট আসামি ফরিদকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। তানু ভুঁইয়ার নামে বিভিন্ন সময়ে মাদক, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মোট ৮টি মামলা আছে এবং আসামি ফরিদের নামেও হত্যা মামলাসহ ৫ মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তানু ভুইয়ার বোন লোপা বলেন, বাড়ি থেকে বের হয়ে বগা ক্লিনিকের দিকে যান তানু। কিছুক্ষণ পরেই পরপর চারটা গুলির শব্দ পাই। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা আমার ভাইকে মৃত ঘোষণা করেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এসএন