শীত মোকাবেলায় নড়াইলে লেপ-তোশক তৈরির ধুম
ঋতুবৈচিত্র্যের ধারাবাহিকতায় প্রতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতকাল হলেও নভেম্বর থেকে হালকা শীত অনুভূত হয়। আর এই শীত মোকাবেলায় নড়াইলে লেপ-তোশক তৈরির ধুম পড়েছে।
বুধবার(৯ নভেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশক তৈরির কারিগররা। অপরদিকে শীত মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ। তারা ভিড় জমাচ্ছেন লেপ-তোশকের দোকানে। নড়াইলের রুপগঞ্জ বাজারের লেপ তোশক তৈরির দোকানে প্রতিদিন ৫ থেকে ১০টি শুরু করে বড় বড় দোকানে ৪০ থেকে ৫০টি লেপ- তোশক তৈরি হচ্ছে। তবে লেপের কাপড়, ফোম ও মজুরি গত বছরের তুলনায় চলতি বছর বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে কারিগররা যে মজুরি পাচ্ছেন তা বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করছেন তারা।
রুপগঞ্জ বাজারের মেসার্স এ্যান কটন মিলস্ এন্ড তুলা ঘরের স্বত্বাধিকারী ডাবলু ঘোষ বলেন, তারা ২০০২ সালের সেপ্টেম্বর থেকে এই ব্যবসা করছেন। জেলার অন্যতম পুরাতন দোকানও এটি। ১৫ থেকে ২০ জন শ্রমিক এখানে কাজ করেন। প্রতিদিন ৪০ থেকে ৫০টি লেপ-তোশক তৈরি হয় তাদের দোকানে। তবে মালের দাম গত বছরের তুলনায় এ বছর বেশি।
রুপগঞ্জ বাজারের উৎস বোডিং হাউজ এন্ড ফোম কর্ণারের মালিক গোপাল অধিকারী জানান, শীতের সময় তাদের বেচা-কেনা ভালো হয়। শীতের শুরুতেই প্রতিদিন ৫ থেকে ১০টা লেপ তোশকের অর্ডার পাচ্ছেন তারা। শীত বাড়লে বেচাকেনা আরো বেশি হবে। তবে দাম বাড়ায় কেনাবেচা কম হচ্ছে। অনেকেই দাম বেশি নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আছেন। মাল বেশি দামে কিনতে হচ্ছে তাই সকল দোকানেই দাম বেশি এটা তারা ক্রেতাদের বোঝাচ্ছেন।
লেপ-তোশক তৈরির কারিগর মোহর আলি জানান, তিনি ১৩ থেকে ১৪ বছর ধরে এই লেপ-তোশকের কারিগর হিসেবে কাজ করছেন। শীতের শুরু হয়েছে। মানুষ টুকটাক লেপ-তোশক কিনতে আসছে। শীত বাড়লে মানুষ আরো বেশি লেপ-তোশক কিনতে আসবে। তাই তারা দিন-রাত এক করে কাজ করছেন।
আরেক কারিগর শাহিদুল বিশ্বাস জানান, তিনিও খুবই ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশক তৈরিতে। শীত বাড়লে ব্যস্ততা আরো বাড়বে। তবে পরিশ্রম অনুযায়ী তারা যে পারিশ্রমিক পান তা যথেষ্ট নয়।
এদিকে নড়াইল সদরের বাহিরগ্রাম থেকে লেপ-তোশক কিনতে আসা মমতাজ বেগম বলেন, তিনি লেপ-তোশক কিনতে এসেছেন। কিনতে এসে তিনি দেখেন গত বছরের তুলনায় এ বছর লেপ-তোশকের দাম অনেক বেশি।
নড়াইল সদর পৌর এলাকার ভওয়াখালি থেকে লেপ কিনতে আসা আরেক ক্রেতা বলেন, শীতের প্রস্ততি হিসেবে তিনি লেপ-তোশক কিনতে এসেছেন। লেপ-তোশক কিনলেও দাম অনেক বেশি।
এসআইএইচ