টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শাহীন, সম্পাদক ফরহাদ
প্রায় ১৩ বছর পর ভোটের মাধ্যমে টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। আর এই সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন সভাপতি এবং যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
মঙ্গলবার (১ নভেম্বর) টাঙ্গাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম আকুর-টাকুর পাড়া ঈদগাঁ মাঠে এই সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। ভোট প্রয়োগ ও গণনা শেষে রাতে নির্বাচনী ফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
ফলাফল অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হাসানুজ্জামিল শাহীন পেয়েছেন ১ হাজার ৩৮২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আলী ইমাম তপন ৫৮৭ এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু ৭৭ ভোট পান।
এ ছাড়াও ১ হাজার ২৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু পান ৭৯১ ভোট।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। পরে দ্বিতীয় অধিবেশনে ভোট প্রয়োগের কার্যক্রম শুরু হয়। প্রত্যেক উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট ২৩টি ইউনিটের ২ হাজার ৩২৩ জন ভোটারের ভোট প্রয়োগের কথা থাকলেও ভোট দেন ২ হাজার ১১৫ জন ভোটার।
প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর অ্যাডভোকেট আহমেদ আযম খানকে আহ্বায়ক ও মাহমুদুল হককে সদস্য সচিব করে জেলা বিএনপির ৪৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে দুটি ধারা তৈরি হয়। কিন্তু গত ৩ আগস্ট পুরোনো আহ্বায়ক কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।
ওই কমিটিতে আহমেদ আযম খানকে পুনরায় আহ্বায়ক করা হয়। তবে সদস্য সচিবসহ কয়েকজন সিনিয়র নেতা বাদ পড়েন। এ নিয়ে শুরু হয় বিরোধ। এরপর থেকে আহমেদ আযম খান বিরোধীরা সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ছাইদুল হক ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হকের নেতৃত্বে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিলেন। এরই অংশ হিসেবে ১ নভেম্বর অনুষ্ঠেয় সম্মেলনের তফসিল বেআইনি ও অকার্যকর ঘোষণার আদেশ চেয়ে আদালতে গত ২৬ অক্টোবর মামলা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শফিকুল ইসলাম। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে পরদিন তিনি মামলা প্রত্যাহার করেন।
এসআইএইচ