মালয়েশিয়াগামী ট্রলারডুবি: আরও দুই নারীর মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় আরও দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এক শিশু ও পাঁচ নারীসহ মোট ছয়জনের মরদেহ উদ্ধার করা হলো।
বুধবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে টেকনাফ উপকূলীয় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ শীলখালী এবং ৫ নম্বর ওয়ার্ড চৌকিদার পাড়া সমুদ্র সৈকত পয়েন্ট থেকে ওই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান। তিনি জানান , রাতে উদ্ধার হওয়া দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের বয়স আনুমানিক ৩৪ ও ৩৫ বছর হবে। এ পর্যন্ত উদ্ধার হওয়া তিন নারী ও এক শিশুর মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তাদের দাফনের জন্য রোহিঙ্গা পরিবারগুলোকে সহায়তা করা হয়েছে।
এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ৩ নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ নারীসহ ৪১ জন রোহিঙ্গা এবং ৪ বাংলাদেশি দালাল আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসআইএইচ