ভোক্তা অধিকারের অভিযান, গ্যাস বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের
বাড়তি মূল্যে গ্যাস বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উঠে এলো ১২১৯ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। বরিশাল নগরীর শীতলাখোলা গ্যাসের দোকানগুলোতে ভোক্তা অধিকারের অভিযান চলাকালে ব্যবসায়ীরা একত্রিত হয়ে দোকান এবং গ্যাস সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দেন।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে ভোক্তা অধিদপ্তর থেকে পর্যবেক্ষণ করতে গেলে এমন পরিস্থিতির মুখে পড়েন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র, সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া।
শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর শীতলাখোলা গ্যাসের দোকানগুলো পর্যবেক্ষণ করে জেলা ও বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
সরেজমিনে দেখা যায়, ব্যবসায়ীদের গ্যাস ক্রয়ের চালান ও কাগজপত্র পর্যবেক্ষণ করার সময় ব্যবসায়ীরা ক্ষেপে যায়। একপর্যায়ে তারা বলেন, ‘বরিশালে গ্যাস সরবারহ বন্ধ হয়ে যাবে। গ্যাসের দোকানপাট সব বন্ধ করে দে।’ এসময় পুশিল তাদের থামাতে গেলে পুলিশকে উদ্দেশ্যে করে তারা বলেন, ‘গ্রেপ্তার করে নিয়ে যান’।
ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, কিছুদিন আগে একই স্থানে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গ্যাসের দোকানে মূল্য তালিকা না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বারবার তাদের সঙ্গে এমন আচরণে ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বেশি দামে গ্যাস ক্রয় করে বরিশালে নিয়ে আসতে পরিবহন ও কর্মচারী খরচ বেড়ে গেছে। এতে ৪০ থেকে ৪৫ টাকা প্রতি ১২ কেজিতে বৃদ্ধি করে বিক্রি করতে হচ্ছে। অন্যথায় লোকসানে পড়তে হবে বলে জানান একাধিক ব্যবসায়ী।
এদিকে ভোক্তা অধিকার বলছে, প্রতি বোতলে ব্যবসায়ীরা ৪০ থেকে ৪৫ টাকা বাড়িয়ে বিক্রি করছে। এ বিষয়ে ভোক্তা অধিকারকে কোনো তথ্যই জানানো হয়নি। তারা নিজেদের মতো করে ইচ্ছা-স্বাধী ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে ক্রেতারা হয়রানির শিকার হচ্ছে।
বিষয়টি পর্যবেক্ষণ করে দেখা যায়, ব্যবসায়ীরা প্রতি ১২ কেজি গ্যাসের বোতল ক্রয় করে ১২৫০ টাকায়। এই ১২৫০ টাকার সঙ্গে আর ৪০ থেকে ৪৫ টাকা যুক্ত করে প্রতিটি ১২ কেজি গ্যাসের বোতল বিক্রি হচ্ছে ১২৮০ থেকে ১৩০০ টাকায়।
প্রতি ১২ কেজি বোতলে ৪৫ টাকা বৃদ্ধির বিষয়টি জানতে কথা হয় গ্যাস ব্যবসায়ী সোহেলের সঙ্গে। তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমাদের প্রতি বোতল গ্যাস কিনতে হয় ১২৫০ টাকায়। একটি গাড়িতে ৬০ পিস বোতল ধরে। তার সঙ্গে একজন কর্মচারী থাকে যার বেতন ৪০০ থেকে ৫০০ টাকা। এরপর গাড়িতে তেল খরচ আছে ১ হাজার থেকে ১২০০ টাকা। সব মিলিয়ে প্রতি বোতল ১২ কেজি গ্যাসে কস্টিং খরচ আসে ৪০ থেকে ৪৫ টাকা। তাই আমাদের প্রতি বোতলে নির্ধারিত দামের চেয়ে বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।’
এ বিষয়ে মো. রবি ইসলাম খান নামে আরেক গ্যাস ব্যবসায়ী ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘বর্তমানে সরকারি নির্ধারিত ১২ কেজি গ্যাসের মূল্য ১২১৯ টাকা। কিন্তু এই মুহূর্তে আমরা ১২ কেজি গ্যাস বিক্রি করছি ১৩০০ টাকায়। সরকারি রেটের চেয়ে আমরা বেশি দামে বিক্রি করছি। এর মূল কারণ হচ্ছে এই মুহূর্তে কোম্পানি আমাদের কাছে গ্যাস বিক্রি করছে ১২৫০ থেকে ১২৮০ টাকা দরে। এজন্য আমরা ১৩০০ টাকায় বিক্রি করি।’
তিনি আরও বলেন, ‘সরকারি রেট না মানার কারণে বরিশাল জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জানতে আসছে। তখন চালান, ভ্যাট চালান এগুলো তাদের দেখানো হয়েছে। তখন তারা সন্তোষ প্রকাশ করেছে।’
এদিকে বরিশালে গ্যাস সরবারহ বন্ধ করার ব্যাপারে জনাতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো লস দিয়ে ব্যবসা করব না। আমার কর্মচারী আছে, বিদ্যুৎ বিল আছে, দোকান ভাড়া আছে। এ ছাড়া গ্যাস ১২৮০ টাকায় কিনে ১২১৯ টাকায় বিক্রি করব কীভাবে?’ তবে এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।
দ্রব্যমূল্যের পাশাপাশি গ্যাস ব্যবসায়ীরা অনাকাঙ্ক্ষিত গ্যাসের দাম বাড়ানোর কারণে ক্রেতারা পড়েছেন ভোগান্তিতে। ন্যায্যমূল্যে গ্যাস ক্রয় করতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এদিকে আজ শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের কাছ থেকে গ্যাস ক্রয়ের সকল কাগজপত্র ও চালানের ফটোকপি সংগ্রহ করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করা হবে বলে জানা যায়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘ব্যবসায়ীদের দাবি কোম্পানি তাদের কাছে বেশি দামে গ্যাস বিক্রি করে। এতে কম মূল্যে তারা খুচরা বিক্রি করতে পারছে না। তাই এ বিষয়ে ডিসি স্যারের কাছে লিখিতভাবে বিষয়টি জানানোর জন্য তাদের বলা হয়েছে।’
তবে ভোক্তা যেন ন্যায্যমূল্যে গ্যাস পায় এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানান তিনি।
এসজি/