শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | ১৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ঈদযাত্রায় পাটুরিয়া ঘাট, ঢাকা-আরিচা মহাসড়কে ভোগান্তির আশঙ্কা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াত ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথ। আপনজনের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়েছে রাজধানীবাসীর। করোনার বিধিনিষেধ উঠে যাওয়ায়, গত দুই বছরের তুলনায় এবার নৌ-পথে যাত্রী ও যানবাহনের চাপও থাকবে বেশি।

ফলে পাটুরিয়া -দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-পথে যাত্রী ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় সড়কে যানবাহন চলাচল বিঘ্ন ঘটছে, সময়ও লাগছে দ্বিগুণ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কার্যালয় সূত্রে জানা গেছে, সাধারণত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে প্রতিদিন গড়ে ছোট-বড় মিলে ৪ হাজার গাড়ি পারপার হয়। ১৭-১৮টি ফেরি সচল থাকলে এসব গাড়ি ফেরি পারাপারে কোনো সমস্যা হয় না। ঈদসহ বিভিন্ন উৎসবে ঘাটগুলোতে যানবাহনের চাপ বাড়ে কয়েক গুণ।

ঈদযাত্রার ভোগান্তি কমিয়ে বাড়তি গাড়ির চাপ সামলাতে ঈদের আগে ও পরে ৩ দিন করে ৬ দিন সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল ও পারাপার বন্ধ থাকবে বলে জানা গেছে। তবে জরুরি পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে সিথীলতা রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানিয়েছেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ১৯টি ফেরি চলাচল করে এবং আরিচা-কাজিরহাট নৌপথে তিনটি ফেরি চলাচল করে। দু’এক দিনের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দু’টি ফেরি যুক্ত হলে মোট হবে ২১টি। আর আরিচা-কাজিরহাট নৌ-পথে আনা হবে একটি ফেরি।

তিনি বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের মোট ৫টি পন্টুন এবং এসব পন্টুনে মোট ১৩টি পকেট আছে। বর্তমানে ৪টি পন্টুনের ১১টি পকেট চালু আছে। ২ নম্বর পন্টুনটি বন্ধ থাকায় ২টি পকেট দিয়ে ফেরিতে গাড়ি ওঠানামা বন্ধ আছে। তবে ঈদের আগে বন্ধ থাকা এই পন্টুনটিও চালু থাকবে। আরিচা-কাজিরহাট নৌপথের মানিকগঞ্জের আরিচা ফেরিঘাটে ২টি পন্টুনের ৪টি পকেট দিয়েই ফেরিতে গাড়ি ওঠানামা করতে পারছে।’ এ দুটি নৌপথে ২২টির পরিবর্তে ২৫টি ফেরি সচল রাখতে পারলে ফেরিতে যানবাহন ও যাত্রী পারাপারে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথের যাত্রী পারাপারের জন্য ৩৩টি লঞ্চ প্রস্তুত আছে। দিনে ও রাতে নির্বিঘ্নে যাত্রী পারাপারের জন্য জীবন রক্ষাকারী সরঞ্জামসহ নিরাপদে লঞ্চ চলাচলের সব প্রস্তুতি আছে বলে জানিয়েছেন পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দী।

তিনি জানান, যাত্রীদের চাপ অনুযায়ী এ দুই নৌপথে লঞ্চ বরাদ্দ দেওয়া হবে। কোনো যাত্রী লঞ্চঘাটে এসেই যেন পার হয়ে যেতে পারেন সেটা নিশ্চিত করা হবে। আকারভেদে প্রতি লঞ্চে ১৮০ থেকে ২০৮ জন যাত্রী নিয়ম অনুযায়ী উঠতে পারবেন।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ঢাকাপ্রকাশ-কে জানান, লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী বহন না করা হয় সে জন্য আনসার ও পুলিশ সদস্যদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত উন্নয়ন কাজ চলমান থাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে গাড়ি চলাচল করছে। ঈদের আগে ও পরে গাড়ির চাপ আরও বেড়ে গেলে মহাসড়কে তীব্র যানজট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, মহাসড়কের ১৬ দশমিক ৭৪ কিলোমিটার ডেডিকেটেড সার্ভিস লেন, ৩ দশমিক ২৭ কিলোমিটার মূল মহাসড়ক প্রশস্তকরণ, হার্ড শোল্ডার নির্মাণ, ৭১ দশমিক ২২ কিলোমিটার পেভমেন্ট সার্ভিসিং, ৮০টি নিরাপদ অ্যাপ্রোচ সড়ক নির্মাণ, ট্রাক রেস্ট এরিয়া নির্মাণ, আরসিসি কালভার্ট নির্মাণ, বেইলি সেতু ও ফুটপাত নির্মাণ কাজ ২০২১ সাল থেকে শুরু হয়ে চলমান আছে। ২০২৩ সাল নাগাদ এ কাজ শেষ হওয়ার কথা।

মহাসড়কের মানিকগঞ্জ অংশের গোলড়া, মানিকগঞ্জ, বানিয়াজুরি, ফলসাটিয়া, টেপড়া ও উথলী বাসস্ট্যান্ড এবং উথলী থেকে পাটুরিয়া-আরিচা সংযোগ মোড় পর্যন্ত উন্নয়ন কাজ চলমান থাকায় গাড়িগুলো ধীর গতিতে চলতে দেখা গেছে। ফলে মহাসড়কের এসব স্থানে লোকাল ও দূরপাল্লার গাড়ি সবাইকে একই লেন ব্যবহার করতে হচ্ছে। মহাসড়কের গাড়িগুলো চলাচলে শৃঙ্খলা রক্ষা না করলে, ঈদযাত্রায় তীব্র যানজট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কেএম মেরাজ উদ্দিন বলেন, ‘মহাসড়কের বিভিন্ন স্টপেজ এলাকার উন্নয়ন কাজ চলমান থাকায় গাড়ি চলাচলে বিঘ্ন হচ্ছে। ঈদের আগে মহাসড়কের উন্নয়ন কাজ শেষ না হলে যানজটের সৃষ্টি হবে।’

পুলিশ সদস্যরা শতভাগ সচেষ্ট থাকলেও, যানজট নিরসন করা কষ্টসাধ্য হবে বলে জানান তিনি।

মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. গাউস-উল-হাসান মারুফ ঢাকাপ্রকাশ-কে বলেন, উন্নয়ন কাজ চলমান থাকায় মহাসড়কের যেসব স্থানে এক লেন ব্যবহার হচ্ছে, ঈদের আগেই ওইসব স্থানের কাজ সম্পন্ন হবে। আশা করি. ঈদের ৭ দিন আগে থেকেই মহাসড়কের সব স্থানে সব লেনে গাড়ি চলতে পারবে। গাড়ি চলাচলে বিঘ্ন ঘটবে না।

এমএসপি

Header Ad
Header Ad

বিশ্বের ‘সবচেয়ে বড়’ স্বর্ণের খনির সন্ধান মিললো চীনে

ছবি: সংগৃহীত

চীনের হুনান প্রদেশে একটি স্বর্ণের খনির সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে গবেষকদের ধারণা, খনিটিতে ১ হাজার টন স্বর্ণ মজুত রয়েছে। বলা হচ্ছে, এ পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি এটি। খবর, সিএনএন’র।

প্রতিবেদনের তথ্যানু্যায়ী, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পিংজিয়াং কাউন্টিতে এই বৃহৎ খনির সন্ধান পাওয়া গেছে। খনিটিতে যে পরিমাণ স্বর্ণ মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে, তার আনুমানিক মূল্য ৬০০ বিলিয়ন ইউয়ান।

থ্রি-ডি প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে, খনির তিন হাজার মিটার গভীরে বিপুল পরিমাণ সোনার মজুত রয়েছে। সোনার খনির এই আবিষ্কার দেশটির অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। দেশটির খনি শিল্প ও অর্থনৈতিক সক্ষমতা ব্যাপকভাবে বাড়বে।

এর আগে, দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে ৯৩০ টন স্বর্ণের মজুত সমৃদ্ধ খনি পাওয়া যায়। এখন পর্যন্ত এটিই বিশ্বের সবচেয়ে বড় আবিষ্কার হওয়ার স্বর্ণের খনি। তবে চীনের এই খনিতে যদি ১ হাজার টন স্বর্ণ মজুত পাওয়া যায়, তাহলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় আবিষ্কৃত স্বর্ণের খনি।

স্বর্ণের খনিটির খনন কাজের সঙ্গে সম্পৃক্ত সংস্থাগুলো জানিয়েছে, ২ হাজার মিটার গভীরে ৪০টি গোল্ড ভেইনস বা স্বর্ণের আকরিক স্তরের সন্ধার পাওয়া গেছে। সবমিলিয়ে প্রায় ৩০ টন স্বর্ণের মজুত রয়েছে এই স্তরে।

Header Ad
Header Ad

ভারতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাজ্যের রাজধানী কলকাতার পার্ক স্ট্রিট থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পৃথক অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নদীয়ার কৃষ্ণগঞ্জে গ্রেপ্তারকৃত চার বাংলাদেশি হলেন সুমি আক্তার, ইমান বিশ্বাস, শংকর বিশ্বাস ও রুপকুমার বিশ্বাস। রাজ্য পুলিশের সূত্র বলছে, অভিযুক্তরা বাংলাদেশের চারটি ভিন্ন এলাকার বাসিন্দা হলেও তারা অবৈধভাবে জেলার উন্মুক্ত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় নাগরিক পরিচয়ে মাজদিয়ার একটি বাড়িতে বসবাস শুরু করেন।

আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালের দিকে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে ওই বাংলাদেশি নাগরিকদের নদীয়ার একটি জেলা আদালতে তোলা হয়। আদালত শুনানি শেষে বাংলাদেশিদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

অবৈধভাবে ভারতে পাড়ি জমানো এবং সেখানে বাড়ি ভাড়া নিয়ে বসবাসের কারণ জানতে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। এই বাংলাদেশিদের অনুপ্রবেশে সহায়তা করা স্থানীয় বাসিন্দাদের বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বলেছে, ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই বাংলাদেশিদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

এদিকে, পৃথক এক অভিযানে শনিবার কলকাতার পার্ক স্ট্রিট থানা পুলিশ সেলিম মাতব্বর ওরফে সফিক সরদার নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। তিনি কলকাতায় বসবাস এবং ভারতীয় ভুয়া পাসপোর্ট নিয়ে শহরের একটি স্থানীয় হোটেলে কাজ করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত এই বাংলাদেশি নাগরিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক কর্মী বলে জানিয়েছেন। পুলিশি জিজ্ঞাসাবাদে সেলিম মাতব্বর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে দেশ ছেড়ে তিনি ভারতে পালিয়েছিলেন।

সূত্র: আইএএনএস।

Header Ad
Header Ad

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৮ কোটি ২১ লাখ টাকা

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া গেলে রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। এ ছাড়া দানবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

শনিবার (৩০ নভেম্বর) সকালে তিন মাস ১৪ দিন পর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এরমধ্যে ১০টি দানবাক্স ও একটি ট্রাঙ্ক ছিল। এতে পাওয়া যায় ২৯ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দুই তলায় নিয়ে টাকা গণনার কাজ শুরু হয়।

জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন সেনা সদস্য, ১৭ জন পুলিশ সদস্য, ৯ জন আনসার সদস্য, মাদরাসার ২৮২ শিক্ষার্থী, ৩৬ শিক্ষক ও স্টাফ, রূপালী ব্যাংকের ৭৫ কর্মকর্তা ও কর্মচারীসহ সাড়ে ৪০০ লোকজন গণনার কাজে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

গণনা শেষে সন্ধ্যা ৬টায় রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে, ১৭ আগস্ট ৩ মাস ২৬ দিনে পাগলা মসজিদের দানবাক্সগুলো থেকে পাওয়া যায় ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। এরপর চলতি ২০২৪ সালের ২০ এপ্রিল পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছিল। তখন ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়। এ ছাড়া করোনাকালে রোগীদের সেবায় নিয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ জন স্বেচ্ছাসেবককেও অনুদান দেওয়া হয়েছিল এ দানের টাকা থেকে। মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৬০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিশ্বের ‘সবচেয়ে বড়’ স্বর্ণের খনির সন্ধান মিললো চীনে
ভারতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৮ কোটি ২১ লাখ টাকা
ক্ষমতায় গেলে নারীদের দি‌কে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না : জামায়া‌ত আমির
ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল
ঢাকার রিকশায় চড়ে আপ্লুত আয়ারল্যান্ডের মেয়েরা
বিদেশ যেতে বাধা সুবর্ণা মুস্তাফার, বিমানবন্দর থেকে ফেরত
ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের রাহাত ফাতেহ আলী খান
বিএসএমএমইউতে আসাদুজ্জামান নূরের ওপর আহত শিক্ষার্থীদের হামলা
সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি ‘নিরাপত্তা’ পাচ্ছে: জড়িপ
এক মাস পর আবারও উৎপাদনে ফিরলো মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র
আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নামে মামলা
লোডশেডিংয়ে ২০ মিনিট বন্ধ ছিল আতিফ আসলামের কনসার্ট
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা, চলছে গণনা
বাংলাদেশী রোগীর চিকিৎসা বন্ধ করলো কলকাতা
যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব
‘সাইফুলকে ইসকনের ব্যানারে আওয়ামী লীগের দোষররাই হত্যা করেছে’
শাহজালাল বিমানবন্দরে ১২ টি স্বর্ণের বারসহ মালয়েশিয়ার নাগরিক আটক
সিরিজ রক্ষার মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ
৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি