দেড় মণ হাঙর ও ১০ কেজি শাপলাপাতাসহ আটক ৫
বরগুনার পাথরঘাটায় ৬০ কেজি (দেড় মন) হাঙরের বাচ্চা ও ১০ কেজি শাপলাপাতা মাছসহ ৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) সকালে একটি কাঠের বোট তল্লাশি করে হাঙরের বাচ্চা ও শাপলাপাতা মাছসহ তাদের আটক করে কোস্টগার্ড।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এইচএমএম হারুন আর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটা খাল থেকে চার ভাই-বোন নামে একটি কাঠের বোট থেকে ৬০ কেজি (দেড় মন) হাঙরের (প্রীতাম্বরী গিটার ফিস) বাচ্চা ও ১০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এইচএমএম হারুন আর রশীদ বলেন, অভিযানে ৫ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দ মাছগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, হাঙর ও শাপলাপাতা নিধন সম্পূর্ণ বেআইনী। কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে।
এমএসপি