রাজশাহী নগর জামায়াত সেক্রেটারি গ্রেপ্তার
রাজশাহী নগর জামায়াতের সেক্রেটারী এমাজ উদ্দিন মন্ডল (৫০) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তিনি নাশকতা মামলার পলাতক আসামি ছিলেন। শনিবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ এপ্রিল) বিকাল থেকে শনিবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ১০টা পর্যন্ত রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম।
অভিযান চলাকালে ডিবি পুলিশের ওই টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার তেরখাদিয়া মোড় থেকে পবা থানার নাশকতা মামলার পলাতক আসামি রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী এমাজ উদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করে।
আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) রফিকুল আলম।
উল্লেখ্য, আসামির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং দাঙ্গা-হাঙ্গামার মোট ৩৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এ ছাড়াও তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় ৫টি গ্রেপ্তারি পরোয়ানা মূলতবি রয়েছে।
এসআইএইচ