শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | ১৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নেত্রকোনায় হাওরে ২১ শতাংশ ধান কাটা বাকি

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ধনু নদের পানি বাড়তে থাকায় হাওরের ফসল রক্ষা বাঁধে ব্যাপক চাপ পড়েছে। তবে স্থানীয় প্রশাসন ও পাউবোর কর্মকর্তারা বাঁধ রক্ষার কাজ তদারকি করছেন। ফলে কীর্তনখোলা বাঁধে ফাটল দেখা দিলেও ভেঙে হাওরের ফসল তলিয়ে যায়নি।

জেলার এসব হাওরে ৭৯ শতাংশ বোর ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে বলে আজ শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোবারক আলী হোসেন নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বিপৎসীমার কাছাকাছি পানি প্রবাহিত হচ্ছিল। জেলার কৃষি বিভাগ জানায়, আগাম পূর্বাভাসের কারণে হাওরের ৭৯ শতাংশ ধান কাটা হয়েছে। তবে এখনও ২৮ শতাংশ ধান কাটা অনেক বাকি। এদিকে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে বাজারে ধান বিক্রি হওয়ায় কৃষকরা চিন্তিত হয়ে পড়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর নেত্রকোনায় প্রায় ১ লাখ ৮৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৬৫ হাজার হেক্টর জমিতে বিআর-২৮ জাতের ধান আবাদ হয়েছে। এ বছর হাওরাঞ্চলে ৪০ হাজার ৯৬৫ হেক্টর জমিতে দুই লাখ ৬২ হাজার ৪৯৩ মেট্রিকটন বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর জেলায় ১১ লাখ ৬ হাজার ৭৩০ মেট্রিকটন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, বিঘাপ্রতি ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৪ মণ পর্যন্ত বোরোর ফলন হয়। এক বিঘায় গড়ে ১২ হাজার টাকা খরচ পড়ে। এর মধ্যে বীজ ১ হাজার ২০০ টাকা, চাষ ৬০০ টাকা ও বপন দুই হাজার টাকা, সার ও পানি ৬ হাজার ৫০০ টাকা, ধান কাটা ২ হাজার টাকা ও মাড়াই ১ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে জমি পত্তন নিলে তারও খরচ আছে।

তাদের নিজের শ্রমের মজুরিও রয়েছে। এবার ধানের সরকার নির্ধারিত দাম প্রতি মণ এক হাজার ৮০ টাকা। সে অনুযায়ী ২০ মণের দাম আসে ২১ হাজার ৬০০ টাকা। খরচ বাদে হাতে থাকার কথা ৭ হাজার ৮০০ টাকা। কিন্তু আগাম বন্যার ভয়ে আধাপাকা ধান কাটায় ফসলের উৎপাদন কমে গেছে। পাশাপাশি বাজারমূল্য কম থাকায় দুশ্চিন্তায় চাষিরা।

জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত বলেন, বাঁধে পানির ব্যাপক চাপ পড়েছে। ফলে কীর্তনখোলা বাঁধের ছয়টি অংশে নতুন করে ফাটল ও ধস দেখা দিয়েছে। এর মধ্যে চারটি অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছিল। কিন্তু তাৎক্ষণিক বাঁশ, কাঠ, চাটাই, খড়, মাটি, বালু ও জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষা করা হয়েছে।

খালিয়াজুরির ইউএনও এএইচএম আরিফুল ইসলাম বলেন, স্থানীয় প্রশাসন ও পাউবোর নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তা দুই সপ্তাহের বেশি সময় ধরে রাত-দিন বাঁধে অবস্থান করে বাঁধ রক্ষায় কাজ চালিয়ে যাচ্ছেন। এখন বেশির ধান কাটা শেষ হয়েছে।

খালিয়াজুরি উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, হাওরে ১৪০ থেকে ১৫০ দিনের লাগানো ধান সব কাটা হয়েছে। তবে দীর্ঘমেয়াদি জাতের ধান এখনও খেতে আছে। এসব ধান আধা-পাকা অবস্থায় আছে। এ বছর খালিয়াজুরির ছোট-বড় ৮৯টি হাওরে প্রায় সাড়ে ২১ হাজার হেক্টর বোরো ধানের আবাদ হয়েছে।

জেলা প্রশাসক কাজী আবদুর রহমান বলেন, কৃষকরা যাতে নিজের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারেন সেজন্য আমরা রাত-দিন চেষ্টা করে হাওরের বাঁধগুলো টিকিয়ে রাখার চেষ্টা করছি। ১৬ দিন ধরে আমরা পর্যায় ক্রমে বাঁধে অবস্থান করছি। বাঁধে পাহারার ব্যবস্থা করেছি। এজন্য মঙ্গলবার বিকাল পর্যন্ত হাওরের প্রায় ৭২ শতাংশ ফসল কাটা হয়েছে।’

খালিয়াজুরির আমানতপুর গ্রামের কৃষক বেলাল মিয়া বলেন, ‘এখনও বাঁধ টিকে আছে, এইডাই আমরার বড় শক্তি ও সাহস। এইবার সময়মতো শক্তিশালী বাঁধ দেওনে ফসল রক্ষা পাইতাছে। আর পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের লোকজন সবসময় বাঁধে থাকনে এহনো বাঁধ আছে।’

এসএন

Header Ad

বিদেশ যেতে বাধা সুবর্ণা মুস্তাফার, বিমানবন্দর থেকে ফেরত

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর ) থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার। কিন্তু তাকে যেতে দেয়নি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। তবে অভিনেত্রীকে আটক করা হয়নি।

প্রসঙ্গত, সুবর্ণা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরেই। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করার পর সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন সুবর্ণা মোস্তফা। পরবর্তীতে তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি হন। সুবর্ণা মুস্তা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন-৪-এর প্রতিনিধিত্বকারী প্রাক্তন জাতীয় সংসদ সদস্য।

Header Ad

ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের রাহাত ফাতেহ আলী খান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফাতেহ আলী খান ঢাকায় আসছেন। জুলাই-আগাস্টের ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে ঢাকায় বিনা পারিশ্রমিকে ‘চ্যারিটি কনসার্ট’ করবেন তিনি।

আয়োজকদের পক্ষথেকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কনসার্ট থেকে অর্জিত অর্থ যাবে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে।

শুক্রবার বিকেলে ৪টায় (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কনসার্টটির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই।’

এই কনসার্টের জন্য এরই মধ্যে রাহাত রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে চুক্তিও সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।

পাকিস্তানের এই শিল্পী ছাড়াও কনসার্টে গান পরিবেশন করবে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র‌্যাপার সেজান এবং হান্নান।

আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইকোস অব রেভ্যুলেশন শিরোনামে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে।

Header Ad

বিএসএমএমইউতে আসাদুজ্জামান নূরের ওপর আহত শিক্ষার্থীদের হামলা

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে হামলার শিকার হয়েছেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তার ওপর হামলা করেন জুলাই-আগস্ট আন্দোলনের আহত শিক্ষার্থীরা।

শনিবার (৩০/১১/২০২৪) দুপুরে দুপুরে নূরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে আন্দোলনে আহত কয়েকজন ছাত্র তার ওপর হামলা চালান

ভুক্তভোগী বুলবুল আহমেদ বলেন, ঘটনার পর শিক্ষার্থীদের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে শিক্ষার্থীদের মোবাইল ফোন সেটটি নিয়ে নেন পরিচালক।

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য পরিচালককে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৬ সেপ্টেম্বর বেইলি রোডের নওরাটন কলোনি থেকে সাবেক এই সংস্কৃতি মন্ত্রীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

২০০১ সাল থেকে সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ের পর ২০১৪ সালের ১৩ জানুয়ারি তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

বিদেশ যেতে বাধা সুবর্ণা মুস্তাফার, বিমানবন্দর থেকে ফেরত
ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের রাহাত ফাতেহ আলী খান
বিএসএমএমইউতে আসাদুজ্জামান নূরের ওপর আহত শিক্ষার্থীদের হামলা
সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি ‘নিরাপত্তা’ পাচ্ছে: জড়িপ
এক মাস পর আবারও উৎপাদনে ফিরলো মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র
আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নামে মামলা
লোডশেডিংয়ে ২০ মিনিট বন্ধ ছিল আতিফ আসলামের কনসার্ট
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা, চলছে গণনা
বাংলাদেশী রোগীর চিকিৎসা বন্ধ করলো কলকাতা
যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব
‘সাইফুলকে ইসকনের ব্যানারে আওয়ামী লীগের দোষররাই হত্যা করেছে’
শাহজালাল বিমানবন্দরে ১২ টি স্বর্ণের বারসহ মালয়েশিয়ার নাগরিক আটক
সিরিজ রক্ষার মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ
৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি
গোবিন্দগঞ্জে মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে একজন নিহত
ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভসূচনা
বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার প্রচারণা ও ইসকন প্রসঙ্গে যা বলল দিল্লি
কারাগারে ডিভিশন পাননি চিন্ময়, খেতে দেওয়া হচ্ছে নিরামিষ
আওয়ামী লীগ শাসনামলে বছরে পাচার হয়েছে ১৪ বিলিয়ন ডলার