রাজশাহীতে আইন অমান্য করায় ৮ ব্যবসায়ীকে জরিমানা
রাজশাহীতে বিভিন্ন অপরাধে আট ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে নগরী ও জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে আট ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় নগরীর উপশহরের প্রত্যাশী স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করার দায়ে একই প্রতিষ্ঠানকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরীর তেরখাদিয়া এলাকায় মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকার দায়ে বর্ষা ভ্যারাইটি স্টোরকে ২ হাজার টাকা, সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কাজ করার দায়ে বিসমিল্লাহ রেশন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য এক অভিযানে উপশহর নিউ মার্কেট এলাকার তরমুজের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে রুমান ফল ভাণ্ডারকে ৫ হাজার টাকা ও আইনুদ্দিন ফল ভাণ্ডরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, জেলার মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় মাহবুব কসমেটিক্সকে ৩ হাজার টাকা ও আলম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করায় হারুন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরীর তিনটি অভিযানে মোট ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। আর জেলার মোহনপুরে অপর এক অভিযানে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট ও মাস্ক বিতরণ করার পাশাপাশি আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক হাসান আল মারুফ, সহকারী পরিচালক (মেট্রো) ওসমান গনী ও রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন।
এমএসপি