নওগাঁয় যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে জরিমানা
নওগাঁর পোরশায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও লাইসেন্সবিহীন যৌন উত্তেজক সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২০ এপ্রিল) বিকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেনের নেতৃত্বে উপজেলার নিতপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- ফাইভ স্টার ফুড প্রডাক্ট, আবুল স্টোর, ভাই ভাই সততা স্টোর।
ভোক্তা অধিকার অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. শামীম হোসেন ঢাকাপ্রকাশ-কে জানান, বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) ক্ষমতাবলে, জেলা প্রশাসকের নির্দেশনায় পোরশা উপজেলার নিতপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে অবৈধভাবে লাইসেন্সবিহীন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সিরাপ বিক্রি ও মজুত করা হয়েছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নিতপুর এলাকায় ফাইভ স্টার ফুড প্রডাক্টকে ১ হাজার, আবুল স্টোরকে ২ হাজার এবং ভাই ভাই সততা স্টোর ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা বোতলগুলো পাশে সড়কে ট্রাক্টর দিয়ে গুঁড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব আবু বকর সিদ্দিক ও পোরশা থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগিতা করেন।
এমএসপি