পৌর ভবনে বিএনপি নেতা ড. মোশাররফের প্রতিকৃতি-নাম ফলক ভাঙচুর
কুমিল্লার দাউদকান্দি পৌর ভবনে স্থাপিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতিকৃতি, ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী নামফলক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে দাউদকান্দি পৌর ভবনে স্থাপিত ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতিকৃতি, ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী নামফলক দুর্বৃত্তরা শাবল দিয়ে ভেঙে ফেলে।
মুহূর্তে এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন।
তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। আর এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ড. মোশাররফের ছেলে ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ড. মারুফ খন্দকার।
ভাঙচুরের ঘটনায় ড. খন্দকার মারুফ হোসেন এক ভিডিও বার্তায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্বরোচিত ও ন্যাক্কারজনক এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। আমি তাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।
জানা গেছে, ১৯৯৫ সালে তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি সদর দক্ষিণ ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করেন।
২০০১-০৬ মেয়াদে বিএনপি সরকারের আমলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকাকালে ড. খন্দকার মোশাররফ হোসেন পৌরভবনটি নির্মাণ করেন। তৎকালীন মেয়র নাসিরউদ্দিন আহমেদ সরকার পৌরসভার প্রতিষ্ঠাতা ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতি সম্মান দেখিয়ে ভবনে তার একটি প্রতিকৃতি স্থাপন করেন।
এমএসপি