চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মাদক ও ওষুধ জব্দ, আটক ১
চুয়াডাঙ্গার কয়েকটি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, মদ, গাঁজা, ওষুধ ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি। সেইসঙ্গে এক মাদক চোরাকারবারিকেও আটক করেছে তারা।
জানা গেছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক, পিএসসির সার্বিক দিক-নির্দেশনায় গত ৩ তারিখ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বারাদী, সুলতানপুর, মুন্সিপুর, ঠাকুরপুর, ফুলবাড়ী এবং বড়বলদিয়া বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তারা। এ সময় ভারতীয় ২৬০ বোতল ফেনসিডিল, ২১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩ বোতল মদ, ১০০ বোতল বিভিন্ন প্রকার ভ্যাকসিন এবং ৬৪ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ২৫ হাজার ১৭০ টাকা। মালিকবিহীন এসব মালামাল দর্শনা কাস্টমস অফিস এবং চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
এ ছাড়াও শনিবার (৯ এপ্রিল) বিকালে সীমান্তবর্তী দর্শনা থানার বড়বলদিয়া গ্রামের কবরস্থান এলাকায় অভিযান চালায় বিজিবির জওয়ানরা। এ সময় ১ কেজি গাঁজা ও ৩ বোতল ভারতীয় মদ (রয়েল বেঙ্গল টাইগার)সহ মাদক চোরাকারবারি জিয়াউর রহমানকে আটক করেন তারা। আটক জিয়াউর বড়বলদিয়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে।
এসআইএইচ