কুমিল্লায় র্যাবের সঙ্গে গোলাগুলির ঘটনায় আটক ৮
কুমিল্লায় র্যাবের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে র্যাব সিপিসি-২ কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য দেন।
আটকরা হলেন- সদর দক্ষিণ উপজেলার দেলোয়ার হোসেন (৪৯), মো. সাইফুল ইসলাম (২৭), মো. রবিউল হাসান(২৫), নীলফামারী জেলার মো. সাইদুল ইসলাম (২২), মো. হযরত আলী, মো. মশিউর রহমান (২১), মো. সবুজ ইসলাম (২০), মো. শরীফ মিয়া (১৯) এবং সাইফুল ইসলাম (২৬)।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকা দিয়ে মাদকের বড় চালান পাড় হওয়ার সংবাদে র্যাব সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায়, ২০-২৫ জন মাদক কারবারির একটি দল কাঁধে করে মাদকের বস্তা নিয়ে মাঠ দিয়ে যাচ্ছে। এ অবস্থায় র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে মাদক কারবারিদের থামতে বলে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কিছু মাদক কারবারি দৌঁড়ে পালিয়ে যায়। তবে কিছু মাদক কারবারি র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকেন।
এ ঘটনায় র্যাব সদস্য কর্পোরাল মো. রুবেল গাজীসহ চারজন গুলিবিদ্ধ হন। পরে এ ঘটনায় ১২ জনের নামে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় র্যাব একটি মামলা করে।
এমএসপি