পূর্ব বিরোধে মসজিদ কমিটির সংঘর্ষে নিহত, গ্রেপ্তার ১৮
রাজশাহীর চারঘাটে মসজিদ কমিটির বর্তমান ও সাবেক সভাপতির পূর্ব বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ঘে একজন নিহতের ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে শনিবার (৯ এপ্রিল) দুপুর পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করে চারঘাট থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক জামে মসজিদ কমিটির বর্তমান সভাপতি কামরুজ্জামান ওরফে মুকুল হোসেন পক্ষের সঙ্গে সাবেক সভাপতি আসাদুল ইসলাম সেলিম পক্ষের কমিটি নিয়ে আধিপত্য বিস্তার এবং মসজিদের ইমামকে বাদ দেওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একাধিকবার বসা হলেও বিবাদ মেটেনি। এরই প্রেক্ষিতে সেলিম পক্ষের লোকজন ওই মসজিদে নামাজ আদায় থেকে বিরত থাকেন। ওই এলাকার একটি আম বাগানে অস্থায়ী ভিত্তিতে মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করে আসছিলেন তারা।
এরপর শুক্রবার (৮ এপ্রিল) বিকালে ইফতারির খাবার নিয়ে অপরপক্ষের বিরুপ মন্তব্য ও পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ বাঁধে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলিম পক্ষের খোকন আলী নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ঘটনায় মসজিদের বর্তমান সভাপতি এএইচএম কামরুজ্জামান ওরফে মুকুল হোসেনকে প্রধান আসামি করে শুক্রবার দিবাগত রাতেই ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে হত্যা মামলা করে নিহতের স্ত্রী রুপা বেগম। এ ঘটনার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর অভিযানে নামে চারঘাট থানা পুলিশ। ঘটনার পর থেকে শনিবার (৯ এপ্রিল) দুপুর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করে। এখনও অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়েই সেখানে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে। যেকোনও অনাকাঙ্খিত ঘটনা রুখতে তৎপরতা থাকবে।
এসআইএইচ