পরশুরামে গরু নিয়ে পালানোর সময় গাড়িসহ ৩ চোর আটক
ফেনীর পরশুরামে গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় গাড়িসহ ৩ চোরকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ এপ্রিল) ভোরে ফুলগাজীর বিজয়পুর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, পরশুরামের দক্ষিণ চন্দনা গ্রামের কামাল উদ্দীন (৫২)’র গোয়াল ঘর থেকে ট্রলি গাড়িতে দু’টি গরু চুরি করে পালানোর সময় ফুলগাজী থানা পুলিশ রাত্রিকালীন টহল ডিউটি দল বিজয়পুর গ্রামের ছালে আহাম্মদ পিনুর বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ৩ জনকে আটক করে।
এরা হলেন- পরশুরামের মো. মঈন উদ্দীন প্রকাশ দিপু (২২), মিনার উদ্দীন প্রকাশ রুবেল (১৯), সুজন (২০)। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার লাল রংয়ের ২টি গরু, গাড়ি ও আটককৃতদের ফুলগাজী থানায় নিয়ে আসে।
সকালে গরুর মালিক কামাল উদ্দীনকে সংবাদ দিলে তিনি থানায় এসে গরু শনাক্ত করেন। ঘটনাস্থল পরশুরাম থানা হওয়ায় আটকরা, গাড়ি ও উদ্ধার গরু পরশুরাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরশুরাম থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
পুলিশ পরিদর্শক, ডিআইও ২ ডিএসবি, ফেনীর মিডিয়া ফোকাল পার্সন মো. শহীদ উল্লাহ ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, গরু চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসপি