সিলেটে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১
সিলেটে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিজাম উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের আরও ১৬ জন।
শনিবার (৯ এপ্রিল) ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে সিলেট শহরতলীর খাদিম নগরের সাহেবের বাজারের বাজারতল গ্রামে।
নিহত নিজাম উদ্দিন পল্লি চিকিৎসক ছিলেন।
স্থানীয়রা জানান, দুই একর জমি নিয়ে পল্লি চিকিৎসক নিজাম উদ্দিন ও একই এলাকার নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মিমাংসার জন্য এলাকায় সালিশের আয়োজন করা হয়। সালিস থেকে দুই পক্ষকেই ওই জমি চাষাবাদে বিরত রাখা হয়। সালিশকারকরা নিজেদের মানুষ দিয়ে বিরোধপূর্ণ জমি চাষাবাদের ব্যবস্থা করেন। সালিশে সিদ্ধান্ত নেওয়া হয়, যে পক্ষ সালিশে জমির মালিকানা পাবে তারা ফসল নেবে।
এদিকে এ পরিস্থিতিতে শনিবার (৯ এপ্রিল) সেহরির পরে অর্ধ শতাধিক লোক নিয়ে নয়ন মিয়ার পক্ষ বিরোধপূর্ণ জমির ধান কাটতে যান। খবর পেয়ে পল্লি চিকিৎসক আকরাম উদ্দিন ও তার ভাই নিজাম উদ্দিন তার আত্মীয় স্বজনদের নিয়ে ধান কাটতে বাধা দেন। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মো. নিজাম উদ্দিন।
নিহতের সত্যতা স্বীকার করে এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত।
এসএন