খালেদা জিয়া আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন: টুকু
বিএনপি’র কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দির টুকু বলেছেন, ‘স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শাহাদৎ বরণ করার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার ক্ষমতায় এসে দেশ পরিচালনা ও আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’
শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পৌর শহরের বিরামন্দী প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র বাড়ির সামনে এ আয়োজিত উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদলের সাধারণ সম্পাদক বলেন, ‘এ দেশের মন্ত্রী, এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ পায়। অথচ বেগম খালেদা জিয়াকে তারা দেশের বাহিরে চিকিৎসার জন্য সুযোগ দিচ্ছে না। কেননা এ সরকার তাকে দেখে ভয় পায়।’
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে দেশের বাহিরে রেখেছে সরকার। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে তাকে দেশের মাটিতে ফিরিয়ে আনা হবে।’
উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচিত বক্তব্য রাখেন- জেলা বিএনটির সদস্য সচিব মাহমুদুল হক ছানু, উপজেলা বিএনপি সদস্য সচিব সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব খায়রুল ইসলাম খান প্রমুখ।
এমএসপি