নওগাঁর মহাদেবপুরে হিজাবকাণ্ড নিরসনের উদ্যোগ
নওগাঁর মহাদেবপুরে হিজাবকাণ্ড নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত রাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে বিষয়টি নিরসনের উদ্যোগ নিয়েছেন।
ঘটনার পর পরই অভিভাবকেরা অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন। তারা প্রশাসনের সহযোগিতায় বিষয়টি নিরসন করবেন বলে জানান।
তবে অভিযুক্ত শিক্ষিকা নিজেকে নির্দোষ দাবি করেছেন।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে অভিযুক্ত শিক্ষিকা আমোদিনী পাল বলেন, তিনি হিজাব পরার জন্য নয়, বরং স্কুলড্রেস না পরার কারণে শিক্ষার্থীদের সামান্য শাসন করেছেন। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, প্রধান শিক্ষকের চাকরির মেয়াদ শেষের দিকে। তাই এখানে বিভিন্ন গ্রুপের সৃষ্টি হয়েছে।
অন্যদের মধ্যে মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, জেলা পুলিশ সুপার কার্যালয়ের আলফা ২, জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তা, মহাদেবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রমুখ বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিভাবকদের মধ্যে হাসানপুর গ্রামের আব্দুস সাত্তার, এনামুল হক, আব্দুল হান্নান, শরিফুল ইসলাম, রঞ্জু, এরশাদ আলী, অলংকারপুর গ্রামের সাকলাইন লিখিত অভিযোগ দায়ের করেছেন যে হিজাব পরার অপরাধে তাদের মেয়েদের বেদম মারপিট করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। তার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মাধ্যমিক শিক্ষা অফিসার হাবীবুর রহমান জানান, ওই শিক্ষিকাকে ৭ দিনের শোকজ করা হয়েছে।
এমএসপি