সুবর্ণচরে টিসিবির পণ্য মজুত করায় অর্থদণ্ড
নোয়াখালীর সুবর্ণচরে টিসিবির সরবরাহ করা পণ্য ক্রেতাদের মাঝে বিক্রি না করে কালোবাজারে বিক্রির জন্য মজুত রাখার দায়ে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মালামাল জব্দ করা হয়।
বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলাল মিয়ার হাট রাস্তার মাথার আলমগীর স্টোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরবাটা ইউনিয়নের আলমগীর স্টোরে অভিযান চালিয়ে ৫৯টি ফ্যামিলি কার্ডের টিসিবির মালামাল জব্দ করা হয়। একই সঙ্গে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১১৮ লিটার সয়াবিন তেল, ১১৮ কেজি ডাল ও ১১৮ কেজি চিনি। সেসব পণ্য বৃহস্পতিবার ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হবে।
এসএন