সাতক্ষীরায় জালটাকাসহ র্যাবের হাতে আটক প্রতারক
সাতক্ষীরায় জালটাকাসহ আতাউর রহমান (৪৯) নামে এক প্রতারককে আটক করেছে র্যাব।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে র্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। আটক আতাউর রহমান তালা উপজেলার মোড়াগাছা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
র্যাব জানায়, 'মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে উপজেলার মাগুরা গ্রামে জালনোট তৈরির সংঘবদ্ধ চক্রের কয়েকজন অবস্থান নিয়েছিল। বিষয়টি স্থানীয়রা র্যাবকে জানায়। তাৎক্ষণিকভাবে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে জালনোট তৈরির সংঘবদ্ধ চক্রের অন্যতম সদস্য আতাউর রহমানকে আটক করে। এ সময় আতাউরের কাছ থেকে ৫০ হাজার জালটাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।'
র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (সিপিসি-১) ইশতিয়াক হোসাইন বলেন, 'জব্দ করা আলামতসহ আতাউর রহমানকে তালা থানায় হস্তান্তর করা হয়েছে।'
এমএসপি