শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ | ১৪ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

শ্যামপুর সুগারমিল বন্ধ

বাড়ছে দেনা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

চিনি উৎপাদনে ৫০৫ কোটি টাকা লোকসানের মুখে পড়ায় রংপুরের শ্যামপুর চিনিকল বন্ধ ঘোষণা করে সরকার। এতে বেকার হয়ে পড়েন কয়েক হাজার শ্রমিক ও আখ চাষি। গত ২০২০-২১ অর্থ বছরে মাড়াই মৌসুমে মিলের কার্যক্রম বন্ধ করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।

কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ অন্য খাত মিলে বকেয়া রয়েছে প্রায় ২১ কোটি টাকা। নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় পরিবার নিয়ে কষ্টে দিন পার করছেন চিনিকল কর্মচারী ও শ্রমিকরা। এ অনিশ্চয়তা কাটাতে বিকল্প উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে কিছু প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। এদিকে দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকায় চিনিকলের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। আখ পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরগুলোও বিকল হয়ে পড়ছে ।

সুগার মিল এলাকায় দেখা গেছে, এক সময়ের প্রাণচাঞ্চল্যে চিনিকল এলাকাটিতে এখন সুনসান নিরবতা। দাপ্তরিক কার্যক্রম চললেও নেই আগের সেই ব্যস্ততা। বেশিরভাগ দপ্তরে তালা ঝুলছে। কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিও কম। যারা আছেন তাদের মুখে নিস্তব্ধের ছাপ।

চিনিকলের কারখানা বিভাগের জুনিয়র ইলেকট্রিশিয়ান ও এমপ্লয়িজ ইউনিয়নের সহসভাপতি আব্দুস সাত্তার বলেন, 'সরকার দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি চিনিকলে মাড়াই বন্ধ রেখেছে। এভাবে আর কত দিন চলবে, এখনও বলা যাচ্ছে না। আমাদের বকেয়া বেতন-ভাতার কোনো সুরাহা হয়নি। সন্তানদের পড়ালেখা, সংসার চালানোসহ নিত্যপ্রয়োজনীয় খরচাপাতি করতে না পেরে আমাদের অবস্থা কাহিল হয়ে পড়েছে।'

শ্যামপুর চিনিকলে কর্মরত আমিনুল-সাত্তারের মতো শত শত শ্রমিক-কর্মচারী চোখে এখন অন্ধকার দেখছেন। চিনিকলের ওপর নির্ভর করে সংসার চালানো এখানকার শ্রমিক-কর্মচারীরা বলছেন, বেতনসহ অন্য খাত মিলে প্রায় ২২ কোটি টাকা বকেয়া রয়েছে। দীর্ঘদিন হয়ে গেলেও এখন পর্যন্ত চিনিকলটিতে বিকল্প উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়নি। আট-নয় মাস ধরে বেতনও নেই। গত ১০ মৌসুমে চিনি উৎপাদনে মিলের লোকসান হয়েছে ৫০৫ কোটি টাকা। এখানকার সবাই মানবেতর জীবনযাপন করছেন। নতুন বিনিয়োগে কৃষিনির্ভর শিল্পপ্রতিষ্ঠান গড়তে কিছু প্রস্তাবনা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও তা এখনও আলোর মুখ দেখেনি।

শ্যামপুর সুগারমিল কার্যালয় সূত্র জানা যায়, ১৯৬৪ সালে ১১১ দশমিক ৪৫ একর জমির ওপর নির্মিত হয় শ্যামপুর চিনিকল স্থাপন করা হয়। ১৯৬৭ সালে আনুষ্ঠানিকভাবে আখমাড়াই শুরু হয়। দৈনিক আখমাড়াইয়ের সক্ষমতা রাখা হয় ১ হাজার ১৬ টন। বছরে তিন মাস মিল চালু থাকত। মিলটি শুরু থেকে ২০০০ সাল পর্যন্ত লাভজনক প্রতিষ্ঠান ছিল। ২০০০ সালের পর থেকে টানা লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ব্যাংক ঋণ, ঋণের সুদ ও শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য খাত মিলে শেষ পর্যন্ত লোকসান বেড়ে হয় ৫০৫ কোটি টাকা। এ পরিস্থিতিতে শিল্প, বাণিজ্য, অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি মিলটির মাড়াই কার্যক্রম বন্ধের সুপারিশ করে। এর প্রেক্ষিতে ২০২০-২১ মাড়াই মৌসুমে মিলের কার্যক্রম বন্ধ করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। মিল এলাকায় আখ উৎপাদন কমে যাওয়ায় এবং আধুনিক যন্ত্রপাতির অভাবে লোকসানের বোঝা বাড়ছে বলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দাবি করলেও তা মানতে নারাজ ছিলেন শ্রমিক-কর্মচারী ও আখ চাষিরা। তাদের দাবি, কর্মকর্তাদের দুর্নীতি, অদক্ষ জনবল ও অব্যবস্থাপনাসহ নানা কারণে লোকসানে রয়েছে চিনিকলটি।

শ্যামপুর সুগার মিল শ্রমিক-কর্মচারী এমপ্লয়িজ ইউনিয়ন ও আখচাষি কল্যাণ সমিতি আন্দোলনে মাঠে নামে। স্মারকলিপি দেওয়া হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। কিন্তু ফল মেলেনি। শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় মিলটি। সেই থেকে মিল এলাকায় বন্ধ আখ চাষ। আখ চাষের জমিগুলোতে কৃষকেরা এখন অন্যান্য ফসল চাষ করছেন।

চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য ও চিনিকলের অফিস সহায়ক আমিনুল ইসলাম বলেন, শ্যামপুর সুগার মিলটি বন্ধ থাকায় গত বছরের জুন মাস থেকে বেতন বন্ধ। এর মধ্যে গত জানুয়ারি মাসের বেতন পেলেও বাকি আট মাসের বেতন এখনও পাইনি। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছি।

আব্দুস সাত্তার আরও বলেন, মিলটি বন্ধের আগে ৪৯৩ জন স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী ছিলেন। বন্ধের পর অনেকেই অবসর গ্রহণ করেছেন এবং কিছু জনবল অন্য মিলে বদলি হয়ে গেছেন। বর্তমানে এই চিনিকলে ১০৪ জন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। তাদের দাবি, সরকারিভাবে ভর্তুকি দিয়ে হলেও মিলটি পুনরায় চালু করা হোক।

মিল কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড বাবদ ৭ কোটি, গ্রাচ্যুয়িটি বাবদ ১০ থেকে ১১ কোটি এবং বেতন বাবদ প্রায় ৪ কোটি টাকা বকেয়া রয়েছে। এ অবস্থায় মিলটি উৎপাদনমুখী করতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গত বছরের নভেম্বরে কিছু প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এগুলো হলো মিলের নিজস্ব জায়গায় আলুর কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন এবং পিপি ব্যাগ ও চিনির প্যাকেট তৈরির কারখানা স্থাপন সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক।

সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আহসান হাবিব বলেছেন, বন্ধ থাকায় মিলটির যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। আখ বহনের কাজে নিয়োজিত ট্রাক্টরগুলো পড়ে থাকায় নষ্ট হচ্ছে। কৃষিনির্ভর উত্তরাঞ্চলের অন্যতম একটি ভারী শিল্পপ্রতিষ্ঠান ছিল শ্যামপুর সুগারমিল। এর সঙ্গে জড়িত কয়েক হাজার পরিবার। কিন্তু মিলটি বন্ধ হওয়ায় শ্রমিকসহ কর্মকর্তা-কর্মচারীরা কষ্টে দিন পার করছেন।

টিটি/

Header Ad

গাইবান্ধায় তিন বিএনপি নেতার পদ স্থগিত

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিএনপির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. ছামছুল হাসান এবং সদস্য সচিব মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সংগঠন বিরোধী কার্যকলাপ দ্বারা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় ১০ নং কামারপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. শাহ শওকত আলী মানিক, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সোনা, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম জাহাঙ্গীর এর দলীয় পদ স্থগিত করা হইল।

এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে চিঠির অনুলিপি গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি, সম্পাদক এবং রংপুর বিভাগীয় শাখাপ্রধানদের পাঠানো হয়েছে।

Header Ad

সচিব আব্দুস সবুর মন্ডলকে বাধ্যতামূলক অবসর

মো. আব্দুস সবুর মন্ডল। ছবি: সংগৃহীত

সচিব মো. আব্দুস সবুর মন্ডলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুস সবুর মন্ডলের চাকরি কাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার তাকে অবসর দিয়েছে।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আব্দুর সবুর মন্ডল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্রেষণ এপিডি অণু বিভাগের অতিরিক্ত সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকা কর্মকর্তাদের ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

Header Ad

চিন্ময় কৃষ্ণসহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত

চিন্ময় কৃষ্ণ দাসসহ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সঙ্গে সংশ্লিষ্ট ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হিসাব জব্দ করা ব্যক্তিদের নামে ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চিঠিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন–২০১২–এর ২৩(১)(গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইসকন ও এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের (আমদানি ও রফতানিকারক প্রতিষ্ঠানের হিসাব ব্যতীত) লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো। একই সঙ্গে তাদের মালিকানাধীন সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের হিসাব–সংক্রান্ত তথ্য, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী প্রভৃতি আগামী তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলেছে বিএফআইইউ।

যাদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে- চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।

Header Ad

সর্বশেষ সংবাদ

গাইবান্ধায় তিন বিএনপি নেতার পদ স্থগিত
সচিব আব্দুস সবুর মন্ডলকে বাধ্যতামূলক অবসর
চিন্ময় কৃষ্ণসহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ
তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ, তাপমাত্রা নেমেছে ১১.৪ ডিগ্রিতে
চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিল্টন অস্ত্রসহ গ্রেপ্তার
সরকার পতনের পর থেকে অনুপস্থিত কুবি কর্মকর্তা, তদন্ত কমিটি গঠন
জুমার নামাজের পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ ফিলিস্তিনি
যুগ্মসচিব নিশাত রাসুলকে ওএসডি
সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার: উপদেষ্টা রিজওয়ানা
এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস
দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান
রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন
২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক
বিচারককে ডিম ছুড়ে মারা আইনজীবীদের সনদ বাতিল হবে: খোকন
নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত
আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না
সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ
ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া