নওগাঁয় ভোক্তা অধিকারের অভিযান, ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
নওগাঁয় চলমান রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে নওগাঁর ধামইরহাট উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ধামইরহাট মঙ্গলবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. শামীম হোসেন। অভিযানে সহযোগিতা করেন ধামইরহাট থানা পুলিশ।
ভোক্তা অধিকার অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক মো. শামীম হোসেন এ বিষয়টি নিশ্চিত করে ঢাকাপ্রকাশকে জানান, রমজানে বাজার তদারকির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ধামইরহাট মঙ্গলবাড়ী এলাকায় ভোক্তা অধিকারের ৩৮ ধারায় আনোয়ার স্টোরকে ১ হাজার টাকা, লেবু স্টোরকে ১ হাজার টাকা, আসাদুজ্জামান স্টোরকে ৫০০ টাকা, ভাই ভাই স্টোরকে ১ হাজার টাকা এবং সাহাদাত স্টোরকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
তিনি আরও বলেন, অর্থদণ্ডের পাশাপাশি বাজারের অন্য দোকানি/প্রতিষ্ঠানের মালিককে সর্তক করা হয়েছে। রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান চলমান থাকবে।
এসআইএইচ