বরিশালে পাসের হার ৮৯.৬১ শতাংশ, এগিয়ে ভোলা
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে এবছর পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮ শিক্ষার্থী। এ বিভাগে পাসের হারে শীর্ষ অবস্থানে রয়েছে ভোলা জেলা এবং সবার নিচে আছে পটুয়াখালী জেলা। তবে এবছরও এ বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ'র হারে এগিয়ে রয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
গড় পাসের হারে ভোলা জেলা মোট পাসের হার ৯২ দশমিক ৫১ নিয়ে শীর্ষ অবস্থানে আছে। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা পিরোজপুর জেলার পাসের হার ৯১ দশমিক ৮৩। তৃতীয় অবস্থানে থাকা বরগুনা জেলার পাসের হার ৯০ দশমিক ৭৩। চতুর্থ অবস্থানে থাকা বরিশাল জেলার পাসের হার ৯০ দশমিক ৫৪। পঞ্চম অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাসের হার ৮৬ দশমিক ৯৩ এবং সবার শেষে ষষ্ঠ অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাসের হার ৮৪ দশমিক ২৩।
এবছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৮ হাজার ২২১ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া মানবিক বিভাগ থেকে ১ হাজার ৩২৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১৯ জন জিপিএ-৫ পেয়েছে। তবে বরিশাল বোর্ডে এবার কেউ পাস করেনি এমন কোনো বিদ্যালয় নেই বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি বলেন, এবছর পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে অংশ নেয় ৯৪ হাজার ৮৭১ জন। এর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৯৭১ এবং ছাত্রী ৪৮ হাজার ৯০০ জন। পাস করেছে ৮৫ হাজার ১৪ জন, যার মধ্যে ছাত্র ৪০ হাজার ৪৩৫ এবং ছাত্রী ৪৪ হাজার ৫৭৯। অন্যদিকে গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে দশমিক ৫৮ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ কমেছে ১৫১টি।
বরিশাল সরকারি সদর গালর্স স্কুলে এসএসসি পরীক্ষায় ৩৪০ পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ২৮৬ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের স্কুলে শতভাগ পাস করেছে বলে জানান প্রধান শিক্ষক মাহবুবা বেগম।
অন্যদিকে বরিশাল সরকারি জিলা স্কুল থেকে ৩০৬ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ২০৯ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের পাসের হার ৯৮.৩৭। এ ছাড়া বোর্ড সেরা বরিশাল ক্যাডেট কলেজ। প্রতি বছরের ন্যায় এবছরও এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে শীর্ষস্থানে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এবছর ৫৪ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। শতভাগ জিপিএ-৫ তাদের।
এসজি