ডেঙ্গু সচেতনতায় ৫ তরুণের সাইকেল রাইড
'পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাইসাইকেল রাইডে বের হয়েছেন বরগুনার পাঁচ তরুন। তারা বরগুনা থেকে পটুয়াখালীর পায়রা সেতু পর্যন্ত বাইসাইকেল রাইড করবেন। শনিবার (২৬ নভেম্বর) সকালে বরগুনার সার্কিট হাউজ ময়দান থেকে ওই তরুনেরা পায়রা সেতুর উদ্দেশ্যে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন।
খোঁজ নিয়ে জানা যায়, সাইকেল রাইডে অংশ নেওয়া পাঁচ তরুনের প্রত্যেকেই বরগুনা সাইক্লিং কমিউনিটির সদস্য। তারা হলেন- মো. রায়হান, খালিদ হোসেন ইলহাম, আলিফ ইসলাম, জুনায়েদ আলম, আলিফ আল জুবেল।
রাইডে অংশগ্রহণকারী মো. রায়হান বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। তাই সুস্থ হয়ে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ব্যতিক্রমী এ রাইডে অংশ নিয়েছি।
এ বিষয়ে বরগুনা সাইক্লিং কমিউনিটির এডমিন ও সিনিয়র সহ-সভাপতি এহসান আহমেদ নোমান বলেন, পদ্মাসেতু উদ্বোধনের সময় আমাদের দুই সদস্য বরগুনা থেকে পদ্মাসেতু রাইড করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ের আতঙ্ক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল রাইডের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, 'সাইক্লিং করি, সুস্থ থাকি এই প্রতিপাদ্যে গঠিত বরগুনা সাইক্লিং কমিউনিটি সাপ্তাহিক ও দিবস ভিত্তিক রাইড, সাইকেল চালানো ও স্ট্যান্ট প্রশিক্ষণের ব্যবস্থা সহ নানা ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এএজেড