গণ-অবস্থান: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে গণ-অবস্থান কর্মসূচিতে যুগপৎ আন্দোলনে মাঠে নেমেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। গণ-অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯ থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতা-কর্মীরা। সরকারের পতন দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে নয়াপল্টন এলাকা।
বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ গণ-অবস্থান কর্মসূচি চলবে। গণ-অবস্থান কর্মসূচি থেকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে আজ বুধবার চার ঘণ্টার অবস্থান কর্মসূচি করবে বিএনপি। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন পুলিশের অনুমতি পাওয়ার কথা জানান।
তিনি বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। পুলিশের অনুমতিও আমরা পেয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি করব।’
এর আগে দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে ডিএমপি কার্যালয়ে যান তিনি। তারা কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
আন্দোলনের মূল দল বিএনপি, নতুন কর্মসূচি ঠিক করতে সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক শেষ করেছে। মঙ্গলবার রাতে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
এদিকে গতকাল সোমবার ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট ও ১২ দলীয় জোটের সঙ্গে পৃথক বৈঠক করেছে বিএনপির দায়িত্বশীল নেতারা। বৈঠকে পরবর্তী কর্মসূচি হিসেবে আলোচনায় উঠে এসেছে গণ স্বাক্ষর, বিক্ষোভ সামবেশ, ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জুড়ে মানবপ্রাচীর (মানববন্ধন), পদযাত্রা, পথসভা। বিশেষ করে ২৫ জানুয়ারিকে তাদের ভাষ্যমতে ‘বাকশাল দিবস’ আখ্যা দিয়ে নতুন কর্মসূচিতে মাঠে নামতে চায় সমমনা রাজনৈতিক দলগুলো।
সমমনা রাজনৈতিক দলগুলোর গণঅবস্থান
গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে, ১২ দলীয় জোট বিজয় নগর পানির ট্যাংক, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন প্রীতম হোটেলের বিপরীত দিকে, কর্ণেল অলি আহমদ নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে, মোস্তফা মোহসীন মন্টু নেতৃত্বাধীন গণরোফারাম আরামবাগ ইডেন কমপ্লেক্স দলীয় কার্যালয়ের সামনে, বাম গণতান্ত্রিক ঐক্যে জোট জাতীয় প্রেস ক্লাবের পূর্ব প্রান্তে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণ অবস্থান পালন করবে বলে জানিয়েছে দলগুলোর নেতারা।
প্রসঙ্গত, বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গত ৩০ ডিসেম্বর গণমিছিল কর্মসূচি শুরু পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলগুলোর পক্ষ থেকে দ্বিতীয় কর্মসূচি হিসেবে ১১ জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়। যদিও প্রথম কর্মসূচিতে গণফোরাম ও বাম গণতান্ত্রিক ঐক্যে জোট তখন অংশ নেয়নি।
এমএইচ/আরএ/