আওয়ামী লীগ এখন পুলিশ লীগে পরিণত হয়েছে: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘অনির্বাচিত আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। পুলিশ আছে আওয়ামী লীগ আছে, পুলিশ নেই তো আওয়ামী লীগও নেই। পুলিশ ছাড়া আওয়ামী লীগ ১২ ঘণ্টা ক্ষমতায় থাকতে পারবে না। আমি মনে করি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে হেরে গেছে। এরা এখন পুলিশ লীগে পরিণত হয়েছে। তাই পুলিশ ছাড়া নাগরিক ঐক্যেকে মোকাবিলা করার ক্ষমতাও থাকবে না আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ বড় কোনো শক্তি নয়, পুলিশের জোরে ক্ষমতায় আছে। আনন্দের কথা হচ্ছে সেই ক্ষমতাও ধীরে ধীরে কমতে শুরু করেছে।’
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মান্না।
মাহমুদুর রহমান বলেন, ‘ধীরে ধীরে ভয় কেটে যাচ্ছে, সম্ভবত আর বেশি দিন নেই, ১৩ বছরের আঁধার কাটবে। মানুষ এখন বিদ্রোহ করতে চায়। সাধারণ মানুষ এখন আমাদের উস্কানি দিচ্ছে। তারা বলছেন আওয়ামী লীগ এতদিন ধরে ক্ষমতা দখল করে আছে আপনারা কিছুই করতে পারছেন না, কিন্তু কেন? আমাদের বক্তব্যে হচ্ছে উনি (প্রধানমন্ত্রী) এতো দিন ক্ষমতায় থাকবে এই ধরনের ধারণা সাধারণ মানুষের ছিল না বলেই হয়তো সহ্য করতে কষ্ট হচ্ছে। এই সরকার শুধু ভোট চোর নয়, এরা মিথ্যাবাদী ও প্রতারক। তাই এদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে আমাদের জেলে নিয়ে যায়, হামলা-মামলা দিয়ে নির্যাতন করে। এরা দৈত্য-দানবীয় সরকারে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে সবাই বুঝে গেছে এই সরকার নির্বাচিত সরকার নয়। তাই এদের কখনো আমেরিকায় গিয়ে বলতে হচ্ছে বিএনপিকে নির্বাচনে আসতে বলতে; আবার কখনো ভারতে গিয়ে বলতে হচ্ছে যেকোনোভাবে আওয়ামী লীগকেই আবারও ক্ষমতায় রাখতে হবে।’
সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘দেশে অনির্বাচিত হলেও বাইরের দেশের কাছে তিনি (শেখ হাসিনা) আমাদের প্রধানমন্ত্রী। তাকে অসম্মান আমাদের অসম্মান করা। চার দিন ধরে তিনি ভারতে অনেক মিটিং করেছেন, কুশিয়ারা নদী পানির চুক্তি ছাড়া দৃশ্যত কিছু নেই। তিনি সেখানে আরও কী কী করেছেন সেটা এদেশের মানুষ জানতে চায়।’
আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে না দাবি করে মান্না বলেন, ‘দেশের মানুষ এই সরকারকে বন্ধুহীন মনে করে তাই চাইলেও এরা দিনের ভোট রাতে ওই ধরনের আর কোনো নির্বাচন করতে পারবে না। ইভিএম বলেন আর জেবিএম বলেন কোনো কিছুতেই কাজ হবে না। আমরা এই সরকার, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাব না। যাব না মানে যাব না। এদের ক্ষমতা থেকে যেতে হবে। নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে গঠিত নির্বাচন কমিশনের অধীন।’
সমালোচনা সহ্য করার মন মানসিকতা নিয়েই সঠিক পথে সাহসের সঙ্গে লড়াই করতে নাগরিক ঐক্য আছে এবং থাকবে বলেও মন্তব্য করেন মান্না।
এসএন