৩১ মে বসছে সংসদ, ১ জুন বাজেট পেশ
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩১ মে। ওইদিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। পরদিন ১ জুন সংসদে আগামী ২০২৩-২৪ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে রবিবার (১৪ মে) চলতি সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেছেন। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন বসার সাংবিধানিক বাধ্য-বাধকতা রয়েছে।
এর আগে সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন বসেছিল। যা গত ১০ এপ্রিল শেষ হয়। এটি ছিল সংসদের ২২তম অধিবেশন।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জুন মাসের শেষ দিকে কোরবানির ঈদ থাকায় অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগেভাগে এবার বাজেট পাস হতে পারে। এ বছর বাজেট উপস্থাপনও কিছুটা আগে হচ্ছে। ১ জুন বাজেট পাস হবে এবং ৪ জুন প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হবে। সংসদ অধিবেশন শুরুর দিন সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এনএইচবি/এমএমএ/