বাংলাদেশ আঞ্চলিক শক্তি হতে চায় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ কোনো আঞ্চলিক শক্তি হতে চায় না এবং সামরিক উচ্চাভিলাষ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শুক্রবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন সবার মুখে হাসি ফোটানো উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, সেগুলো অনেকটা মৌলিক। এখানে এখনো ১৮ শতাংশের মতো দারিদ্র্য আছে। আর এই অঞ্চলের অন্যান্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা যখন বৈঠকে বসেন, তখনো তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যে, কীভাবে মানুষকে আরও ভালো রাখা যায়। এটিই আঞ্চলিক উদ্দেশ্য।
কনফারেন্সে ২৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই কনফারেন্সে কাউকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়নি। মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ ওই দেশের সরকারকে পৃথিবীর অন্য দেশগুলো স্বীকৃতি দেয় না। চীনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমার ধারণা, তাদের প্রতিনিধিরাও এসেছেন বা আসার কথা।
আরইউ/এসজি