আজ আন্তর্জাতিক নার্স দিবস
আজ শুক্রবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে।
আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল কতৃক এবছরের প্রতিপাদ্য বিষয়- “আমাদের নার্স, আমাদের ভবিষৎ (Our Nurses, Our Future)”।
আধুনিক নার্সিং সেবার সূচনা করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এদিন ফ্লোরেন্স নাইটিংগেলের ১০২ তম জন্মবার্ষিকী। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উদ্যাপন উপলক্ষে পৃথিবীর সকল দেশে দিনটি পালন করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে দিবসটি পালন করবে।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি এবং নার্সদের অন্যান্য সংগঠন শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
দিবসটি সামনে রেখে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস এর মহাসচিব সাব্বির মাহমুদ তিহান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারি, ডেঙ্গু প্রাদুর্ভাবসহ দেশে যেকোনো সংকটকালীন স্বাস্থ্যসেবা প্রদানে নার্স হচ্ছে একক ও সর্ববৃহৎ পেশা। দেশে দক্ষ নার্সদের গুরুত্ব অপরিহার্য। দেশে তীব্র নার্স সংকট থাকায় অসুস্থ রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ১ জন চিকিৎসকের বিপরীতে ৩ জন রেজিস্ট্রার্ড নার্স প্রয়োজন। কিন্তু বাংলাদেশে ডাক্তারের তুলনায় নার্সের সংখ্যা কম।
তাই নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে দেশের স্বাস্থ্যখাতে নার্স সংকট সমাধানে সরকারিভাবে নার্স নিয়োগের জরুরি উদ্যোগ নিতে হবে এবং নার্সদের বিদ্যমান সকল সমস্যা সমাধানে সরকারকে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস।
কেএম/এসএন