বিলাসী মনোভাব ত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
দুঃসময়ে বিলাসী মনোভাব বন্ধ করতে হবে এবং বিদেশ ভ্রমণেও নিরুৎসাহিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘অর্থনীতিতে আমাদের কৃচ্ছ্র সাধন করতে হবে। দুঃসময়ে বিলাসী মনোভাব বন্ধ করতে হবে। বিদেশ ভ্রমণেও নিরুৎসাহিত করতে হবে। বিদেশি ঋণের প্রকল্প বাস্তবায়নে গতি বাড়াতে হবে।’
বৃহস্পতিবার (১১ মে ) জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এ অনুশাসন দেন প্রধানমন্ত্রী।
রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্টমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে বিদেশি ঋণ হচ্ছে প্রায় ৯৫ হাজার কোটি টাকা। সরকারি অর্থ ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। এ ছাড়া, স্বায়ত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করা হবে ১১ হাজার কোটি টাকা।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ওয়াশিংটনে বিশ্বব্যাংককে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা ঋণ নিচ্ছি, সুদ-আসল পরিশোধ করতে হবে। শর্ত কম দেন। বিভিন্ন ক্ষেত্রে যেসব শর্ত তা কমাতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, জনগণের তুষ্টি ও নিরাপত্তার জন্য অর্থ ব্যয় করতে হবে। যারা পিছিয়ে আছে তাদের নতুন করে প্রকল্প আনতে বলা হয়েছে। সক্ষমতা বাড়াতে বলা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, কাউকে বিব্রত করার জন্য নয়, দেশের অগ্রগতি বিশ্বব্যাংকের কাছে তুলে ধরা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে কোনো প্রকল্প নেওয়া হয়নি, হবে না। আমরা জনসেবামূলক কাজ করি, জনতুষ্টির জন্য নয়।
এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দেশ আগে। তাই দেশের স্বার্থে প্রকল্প নিতে হবে। নির্বাচনে যা হবে হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে। ১৪ বছর থেকে পরিকল্পনা কমিশনের সঙ্গে সম্পৃক্ত। চাপও অব্যাহত রয়েছে। তবে রড, সিমেন্টের দাম ভয়াবহভাবে বাড়ায় প্রকল্প বাস্তবায়নের গতি পাচ্ছে না।
জেডএ/এমএমএ/