সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে মামলা করার পর গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার বাদী কে সেটা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার জন্য যে কেউ ক্ষুব্ধ হতে পারেন। তাদেরই একজন মামলা করেছেন সাভারে।
বুধবার (২৯ মার্চ) দুপুরে বেসরকারি রিহ্যাবিলেটেশন সেন্টারের মধ্যে অনুদান বিতরণ ও বার্ষিক ড্রাগ রিপোর্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। রাষ্ট্রও আইন অনুযায়ী চলে। তিনি বলেন, শামসুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি তিনি এখনো বিস্তারিত জানেন না। প্রথম আলো যে সংবাদটি প্রকাশ করেছে, সেটা যে মিথ্যা ছিল, তা ৭১ টিভির সংবাদে পরিষ্কার হয়ে উঠে এসেছে।
তবে একজন সাংবাদিককে রাতের অন্ধকারে তুলে নিয়ে যেতে হবে কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা আমবাগানের ভাড়া বাসা থেকে সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আমবাগানের ওই বাসার নিচ তলায় শামসুজ্জামান তার মাকে নিয়ে গত এক বছর ধরে ভাড়া থাকছেন। তিনি হলি আর্টিজান হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার মো. রবিউল করিমের ছোট ভাই।
এ ব্যাপারে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি’র কোনো টিম এনেছেন এ বিষয়ে আমার জানা নেই। তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মামলার বিষয়টিও এখন পর্যন্ত আমার জানা নেই।
এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ মূল্যবৃদ্ধির কারণে ভুক্তভোগী মানুষদের নিয়ে ‘সবই ঠিক আছে, কিন্তু সব কিছুর দাম বেশি, এখন জীবন অনেক কঠিন’ শিরোনামে শামসুজ্জামানের এই প্রতিবেদন আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সেই ঘটনার কয়েকদিন পর তাকে গ্রেপ্তার করা হলো।
এনএইচবি/আরএ/