দুর্বল জাতিসংঘ একটা যুদ্ধও থামাতে পারছে না: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘ দুর্বল হয়ে গেছে। একটা যুদ্ধও থামাতে পারছে না।
মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত জলবায়ু কূটনীতির উপর এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
সীমান্তে মিয়ানমারের উসকানিমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতিসংঘে যাবে কি না এমন প্রশ্নের জবাবে সংশয় প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঠাণ্ডা মাথায় সবকিছু মোকাবিলা করছে।
জাতিসংঘে যাওয়ার সুযোগ অবারিত আছে। তবে জাতিসংঘ দুর্বল হয়ে গেছে। তারা একটা যুদ্ধও থামাতে পারছে না।
সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে ভালো সাড়া মিলেছে। আমিরিকা ১৭০ মিলিয়ন ডলারের সাহায্যের ঘোষণা দিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি সবদেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে ৷
বাংলাদেশের যা করণীয় করবে এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ উসকানিতে সাড়া দেবে না। আমরা সবাই শান্তি চাই। শান্তির কথা বলে এসেছে বাংলাদেশ।
র্যাব ইস্যুতে ঢাকার অবস্থান ওয়াশিংটনের কাছে তুলে ধরা হয়েছে জানিয়ে ড. মোমেন বলেন, অন্য যেকোেনা দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার সমুন্নত। জাতিসংঘের প্রতিবেদনে ভুল তথ্যে আসা দুঃখজনক।
আরইউ/এমএমএ/